হায়দার আলী (অধ্যাপক)

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

হায়দার আলী (জন্ম: ৩ জানুয়ারি ১৯৬৩) একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

অধ্যাপক ড.
হায়দার আলী
উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীএ. এফ. এম. আবদুল মঈন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-01-03) ৩ জানুয়ারি ১৯৬৩ (বয়স ৬১)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
তোয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম ও শিক্ষা

সম্পাদনা

হায়দার ১৯৬৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ থেকে ১৯৮৪ সালে বিএসসি (সম্মান) ও ১৯৮৫ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ২০০১ সালে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[][]

কর্মজীবন

সম্পাদনা

হায়দার আলী ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন এবং ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ওই বিভাগের সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[] এবং ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

গবেষণা ও প্রকাশনা

সম্পাদনা

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একাধিক বইয়ের অধ্যায় রচনা করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক হায়দার আলী"। ২২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক হায়দার আলী"ঢাকা ট্রিবিউন। ২২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "ড. মো. হায়দার আলীর জীবনবৃত্তান্ত" (পিডিএফ)ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক হায়দার আলী"দ্য ডেইলি ক্যাম্পাস। ২২ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "যোগ দিয়েই আন্দোলনে আহত শিক্ষার্থীকে দেখতে গেলেন কুবি ভিসি"যুগান্তর। ২৩ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪