কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে কুবি) বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠা করা হয়।[] বর্তমানে এখানে ৬টি অনুষদের ১৯টি বিভাগে শিক্ষাদান করা হয়।[] জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ের মাধ্যমে স্নাতকে শিক্ষার্থী ভর্তি করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম
নীতিবাক্যশিক্ষাই শক্তি
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২৮ মে ২০০৬; ১৮ বছর আগে (2006-05-28)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
বাজেট৳৬৫.৫২ কোটি[]
ইআইআইএন১৩৬৫৯৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. মো. হায়দার আলী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৬৬[]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১০৫২০৪
শিক্ষার্থী৬৯২৪[]
ঠিকানা
সালমানপুর, কোটবাড়ি
, ,
৩৫০৩
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গন৫০ একর[]
ভাষাবাংলা, ইংরেজি
ওয়েবসাইটwww.cou.ac.bd
মানচিত্র

অবস্থান

সম্পাদনা
 
প্রশাসনিক ভবন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এটি লালমাই পাহাড়ের পাশে এবং কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ১০ কি,মি পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির শালবন বিহার[] নামক স্থানে ২৪৪.১৫ একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট

প্রতিষ্ঠার ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়টির আচার্য। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যলয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

উপাচার্যবৃন্দ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন:[]

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক ড. গোলাম মাওলা ২৬ জুলাই ২০০৬ ৩০ জুলাই ২০০৮
- অধ্যাপক ড. এম. জুলফিকার আলী (ভারপ্রাপ্ত)[][] ৩১ জুলাই ২০০৮ ১৯ অক্টোবর ২০০৮
অধ্যাপক ড. এ এইচ এম জেহাদুল করিম[][] ২০ অক্টোবর ২০০৮ ২২ নভেম্বর ২০০৯
অধ্যাপক ড. আমির হোসেন খান ২৩ নভেম্বর ২০০৯ ২২ নভেম্বর ২০১৩
অধ্যাপক ড. মো. আলী আশরাফ ৩ ডিসেম্বর ২০১৩ ২ ডিসেম্বর ২০১৭
অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ৩১ জানুয়ারি ২০১৮ ৩০ জানুয়ারি ২০২২
অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন ৩১ জানুয়ারি ২০২২ ১৯ আগস্ট ২০২৪
অধ্যাপক ড. মো. হায়দার আলী ২৩ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র ৭টি বিভাগ ছিল। বর্তমানে ৬টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগ চালু রয়েছে।[]

একাডেমিক ভবনসমূহ

সম্পাদনা
  • বিজ্ঞান অনুষদ ভবন
  • কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন
  • ব্যবসা ও বাণিজ্য অনুষদ ভবন
  • প্রকৌশল অনুষদ ভবন

পরিবহন ব্যবস্থা

সম্পাদনা
  • ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৮টি নীল বাস এবং বিআরটিসির ১২টি ভাড়া বাসসহ সর্বমোট ২০টি বাসের ব্যবস্থা রয়েছে।
  • শিক্ষকদের জন্য বাস-মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট ৭টি যানবাহন রয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্যও যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
  • জরুরী প্রয়োজনে রয়েছে ২টি এম্বুলেন্স।

আবাসিক হলসমূহ

সম্পাদনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য ৩টি, ছাত্রীদের জন্য রয়েছে ২টি হল। এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি।

  • ছাত্র হলসমূহ
    • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
    • কবি কাজী নজরুল ইসলাম হল
  • ছাত্রী হলসমূহ
    • নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল
    • শেখ হাসিনা হল

আবিষ্কার ও গবেষণা

সম্পাদনা

রোবট সিনা

সম্পাদনা

কথা বলা রোবট তৈরি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোবটটির নাম রাখা হয়েছে সিনা। রোবট সিনা মানুষের মতো কথা বলতে পারে। চলতে পারে সামনে-পেছনে সবদিকে। রোবটটি তৈরি করেছেন সঞ্জিত মন্ডল, সাঈয়েদুর রহমান ও জুয়েল নাথ। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর আর্থিক সহায়তায় রোববটি তৈরি করা হয়েছে।[১০][১১]

রোবট ব্লুবেরি

সম্পাদনা

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) এর অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ প্রযুক্তিবিদের ‌টিম ‘কোয়ান্টা রোবটিক্স’ তৈরি করেছে রোবট ব্লুবেরি।[১২] [১৩]

রোবট নিকো

সম্পাদনা

কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে পরিচালিত ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম 'কোয়ান্টা রোবটিক্স' এই রোবটি তৈরি করেছে। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।[১৪] [১৫][১৬]

সমাবর্তন

সম্পাদনা

২০২০ সালের ২৭ জানুয়ারি দেশের মধ্য-পূর্বাঞ্চলের বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করেছেন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।[১৭]

ক্যাম্পাসের প্রসিদ্ধ স্থান

সম্পাদনা
  • সিএসই চত্বর
  • হৃদচত্ত্বর
  • বঙ্গবন্ধু ভাস্কর্য; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশেই স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ভাস্কর্যটি শিল্পী মৃণাল হক কর্তৃক ২০১৭ সালে নির্মিত হয়।
  • ফরেস্ট অব গার্ডেন, লালন চত্বর
  • বাবুই চত্বর, পিএ চত্বর, কাঠাল তলা, বৈশাখী চত্বর
  • বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে মুক্তমঞ্চ
  • লবণ সেতু/প্রেম সেতু, ক্যাফেটেরিয়া, ভিসিটং
  • শহীদ মিনার; শিল্পী হাশেম খান ও পরবর্তিতে শিল্পী রবিউল হোসাইনের যৌথক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারটি কেন্দ্রীয় খেলার মাঠের পাশেই ২০১৩ সালে নির্মাণ করা হয়।
  • সানসেট ভ্যালি

পাদটীকা

সম্পাদনা
  1. ভারপ্রাপ্ত উপাচার্য হওয়ায় দায়িত্বপালনের কাল উল্লেখ করা হলেও পূর্ণাঙ্গ উপাচার্যের ক্রমে তাকে অন্তর্ভুক্ত করা হলো না।
  2. প্রথম উপাচার্য গোলাম মাওলার পর এম. জুলফিকার আলী ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে এ এইচ এম জেহাদুল করিম নিয়োগ পাওয়ায় উপাচার্যের ক্রমে তাকে দ্বিতীয় অবস্থানে রাখা হলো। প্রদত্ত প্রথম আলোর তথ্যসূত্রেও তাকে দ্বিতীয় উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয় কে কত বাজেট পাচ্ছে"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  2. "University at a glance"cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  3. "Comilla University"www.cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  4. "উজ্জ্বল আঠারোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়"সমকাল। ২০২৩-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৪ 
  5. "Comilla University | Comilla University"www.cou.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৪ 
  6. "About Us"। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  7. "প্রাক্তন উপাচার্যগণ"কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "শুভ জন্মদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়"সময় জার্নাল। ২৮ মে ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  9. "কুমিল্লা বিশ্ববিদ্যালয় - উপাচার্যের পদ খালি হচ্ছে আজ, প্রত্যাশী পাঁচজন"প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  10. "কথা বলছে 'ব্লুবেরি'"সমকাল। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "কুবি শিক্ষার্থীদের তৈরি 'সিনা' নাচে, গায়, কথা বলে"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  12. "কথা বলা রোবট তৈরি করলেন কুবির শিক্ষার্থীরা"সমকাল। ২০২৩-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  13. "কুবির ৩ শিক্ষার্থীর নতুন উদ্ভাবন রোবট 'ব্লুবেরি'"অধিকার নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  14. "কুমিল্লার ফ্যাবল্যাবে তৈরি প্রথম রোবট নিকো প্রশ্ন করলে উত্তর দেয়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  15. "দেশের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট 'নিকো'"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  16. "কুবির শিক্ষার্থীরা তৈরি করলেন রোবট নিকো"চ্যানেল ২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 
  17. "কুবির ১ম সমাবর্তন সোমবার"banglanews24। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা