হাবিবুর রহমান (প্রকৌশলী)
হাবিবুর রহমান (জন্ম: ১৯৫৯) একজন বাংলাদেশী প্রকৌশল শিক্ষাবিদ । তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৬ষ্ঠ উপাচার্য। ডুয়েটের উপাচার্য পদে নিয়োগ লাভের আগে তিনি বুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
অধ্যাপক ড. হাবিবুর রহমান | |
---|---|
৬ষ্ঠ উপাচার্য | |
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৮ নভেম্বর ২০২০ | |
পূর্বসূরী | অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী (ভারপ্রাপ্ত) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৯ ধনিগাগলা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
সন্তান | ২ |
মাতা | হাবিজন নেছা |
পিতা | নাছির উদ্দিন ব্যাপারী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য |
পেশা | প্রকৌশল শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
প্রাথমিক জীবন ও শিক্ষাসম্পাদনা
হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা নাছির উদ্দিন ব্যাপারী এবং মা হাবিজন নেছা।
তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮২ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৮৪ সালে পরিবেশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের গ্লাসগো (স্কটল্যান্ড) শহরের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবনসম্পাদনা
হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি একজন পানি সম্পদ ও পরিবেশ প্রকৌশল বিশেষজ্ঞ। দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি বুয়েটের উপ-উপাচার্য, ঢাকা ওয়াসার চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’-এর তিনটি অধ্যায় (পানি সরবরাহ, স্যানিটেশন ও অগ্নিনিরোধ) রচনায় রহমান মূল্যবান অবদান রেখেছেন। তিনি ইউএনসিআরডি-জাপান, বিশ্বব্যাংক, আইডিবি, ইসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রকল্পসহ প্রায় অর্ধশতাধিক সিভিল, পানি সরবরাহ, স্যানিটেশন ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্রকল্পের মত গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেছেন।
হাবিবুর রহমান ২০২০ সালের ১৭ নভেম্বর পরবর্তী চার বছরের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[৩]
গবেষণাকর্ম ও প্রকাশনাসম্পাদনা
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত ২০টির বেশি বইয়ের সহলেখক। জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস-এ তার ১৬০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[১]
সদস্যপদসম্পাদনা
রহমান বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য। প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।[২]
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- প্রকৌশল বিষয়ে পাঠ্যবই প্রকাশের জন্য ইউজিসি স্বর্ণপদক।
- বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হিসেবে আইইবি স্বর্ণপদক।[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ডুয়েট উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান"। বাংলা ট্রিবিউন। ১৯ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ ক খ "ডুয়েটের নতুন ভিসি হাবিবুর রহমান"। যুগান্তর। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ ক খ "ডুয়েট উপাচার্যের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. হাবিবুর রহমান"। একুশে টেলিভিশন। ১৮ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।