হাজেরা-তজু ডিগ্রী কলেজ
হাজেরা-তজু ডিগ্রী কলেজ চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম ৮ নং আসনের সাবেক সংসদ সদস্য ও মাননীয় বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি ১৯৯১ সালে মহিলা কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠা করেন। নুরুল ইসলাম বিএসসি এর মাতা "হাজেরা" ও পিতা "তজু" এর নামে নামকরণ করা হয় "হাজেরা - তজু ডিগ্রী কলেজ"। পরবর্তীতে কলেজটিতে ছাত্র-ছাত্রী সবার জন্য পড়ার সুযোগ করে দেয়া হয়। প্রতি বছর প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এ কলেজ হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ১৯৯৪ সাল হতে এ কলেজে ডিগ্রী (পাস) কোর্স চালু করা হয় এবং ২০০৬ সাল হতে স্বল্পপরিসরে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
হাজেরা-তজু ডিগ্রী কলেজ | |
---|---|
![]() লোগো | |
ঠিকানা | |
![]() | |
Bsc Chattar বিএসসি চত্ত্বর, পুরাতন চান্দগাঁও থানা , | |
তথ্য | |
নীতিবাক্য | '"জ্ঞানই শক্তি" |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম |
ইআইআইএন | ১০৪২৩৭ |
অধ্যক্ষ | এ কে এম ইসমাইল |
কর্মকর্তা | ৮৪ |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০০ মোট |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১.২ একর |
ক্যাম্পাসের ধরন | শহর |
রং | সাদা এবংকালো |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
শিক্ষা বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
যোগাযোগ নং | ০৩১৬৭১০১৮ |
মোবাইল | ০১৭৫৪২২২৯৭০ |
ওয়েবসাইট | www |
পাঠাগারসম্পাদনা
কলেজের পুরাতন ভবনের নিচতলায় রয়েছে বিশাল পাঠাগার। এখানে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান।
ক্যাম্পাসসম্পাদনা
একটি রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
বিজ্ঞানাগারসম্পাদনা
অত্র কলেজের বিজ্ঞান বিভাগের জন্য সংরক্ষিত বিজ্ঞানাগার গুলো যুগোপযোগী ব্যবহারিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত।
মিলনায়তনসম্পাদনা
ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক মিলনায়তনের ব্যবস্থা রয়েছে।
একাডেমিক স্বীকৃতিসম্পাদনা
- উচ্চ মাধ্যমিক ০১-০৭-১৯৯১ ইংরেজি
- স্নাতক (পাস) ০১-০৭-১৯৯৪ ইংরেজি
- স্নাতক (অনার্স) ০১-০৭-২০০৬ ইংরেজি
শিক্ষকবৃন্দসম্পাদনা
অত্র কলেজের অধ্যক্ষ এ কে এম ইসমাইল এবং উপাধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দীন। এছাড়াও এ কলেজে আরও ৬০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন।
ব্যবস্থাপনাসম্পাদনা
অত্র কলেজ পরিচালনার জন্য সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সির পুত্র মুজিবুর রহমানকে সভাপতি করে একটি কলেজ গভর্নিং বডি রয়েছে।
কলেজ ভবনসম্পাদনা
- ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ১ টি
- ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ২ টি
- চারতলা বিশিষ্ট নতুন ভবন ১ টি
- ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন ভবন ১টি
- নতুন ভবন ( নির্মাণাধীন) ১ টি
সংগঠনসম্পাদনা
- হাজেরা তজু ডিগ্রী কলেজ অ্যালুমিনা অ্যাসোসিয়েশন (প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ)
অনুষদ ও বিভাগসমূহসম্পাদনা
উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং স্নাতক পর্যায়ে নিম্নোক্ত অনূষদ ও বিভাগ রয়েছে:
ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা
সামাজিক বিজ্ঞান অনুষদসম্পাদনা
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- বার্ষিক কার্যক্রম পরিকল্পনা ২০১৪-২০১৫
- বার্ষিক কার্যক্রম পরিকল্পনা ২০১৭-২০১৮
- https://web.archive.org/web/20190510191145/http://htdc.edu.bd/
বহিঃসংযোগসম্পাদনা
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |