হাজেরা-তজু ডিগ্রী কলেজ

চট্টগ্রাম শহরের কলেজ

হাজেরা-তজু ডিগ্রী কলেজ চট্টগ্রামের চান্দগাঁও থানায় অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক ও স্নাতক শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ১৯৯১ খ্রিষ্টাব্দে একটি মহিলা কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠা করেন। নুরুল ইসলাম বিএসসি এর মাতা "হাজেরা" ও পিতা "তজু" এর নামে নামকরণ করা হয় "হাজেরা-তজু ডিগ্রী কলেজ"। ১৯৯৫ খ্রিষ্টাব্দে কলেজটিতে ছাত্র-ছাত্রী সবার জন্য পড়ার সুযোগ করে দেয়া হয়। প্রতি বছর প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এ কলেজ হতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। ১৯৯৪ সাল হতে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) কোর্স চালু করা হয়।

হাজেরা-তজু ডিগ্রী কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি
স্থাপিত১৯৯১
প্রতিষ্ঠাতানুরুল ইসলাম
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়[]
অধ্যক্ষমো: আবু বকর ছিদ্দিকী (ভারপ্রাপ্ত)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৮৪
শিক্ষার্থী৫০০০
অবস্থান
বিএসসি চত্ত্বর, পুরাতন চান্দগাঁও থানা
পোশাকের রঙসাদা এবংকালো         
ওয়েবসাইটwww.htdc.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা
  • উচ্চ মাধ্যমিক ০১-০৭-১৯৯১ ইংরেজি
  • স্নাতক (পাস) ০১-০৭-১৯৯৪ ইংরেজি
  • স্নাতক (অনার্স) ০১-০৭-২০০৬ ইংরেজি

শিক্ষকবৃন্দ

সম্পাদনা

হাজেরা তজু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবু বকর ছিদ্দিকী (ভারপ্রাপ্ত)। এছাড়াও এ কলেজে আরও ৬০ জনের অধিক শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন।

ব্যবস্থাপনা

সম্পাদনা

অত্র কলেজ পরিচালনার জন্য সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সির পুত্র মুজিবুর রহমানকে সভাপতি করে একটি কলেজ গভর্নিং বডি রয়েছে।

শিক্ষাঙ্গন

সম্পাদনা
  • ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ১ টি
  • ত্রিতল বিশিষ্ট পুরাতন ভবন ২ টি
  • চারতলা বিশিষ্ট নতুন ভবন ১ টি
  • ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন ভবন ১টি
  • নতুন ভবন ( নির্মাণাধীন) ১ টি
  • হাজেরা তজু ডিগ্রী কলেজ অ্যালুমিনা অ্যাসোসিয়েশন (প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ)

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এবং স্নাতক পর্যায়ে নিম্নোক্ত অনূষদ ও বিভাগ রয়েছে:

ব্যবসায় শিক্ষা অনুষদ

সম্পাদনা

সামাজিক বিজ্ঞান অনুষদ

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "HAZERA-TAJU DEGREE COLLEGE, CHANDGAON - 4303"www.nubd.info। ১৭ নভেম্বর ২০২৩। 

বহিঃসংযোগ

সম্পাদনা