হাইপোআয়োডাস এসিড

রাসায়নিক যৌগ

হাইপোআয়োডাস অ্যাসিড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত HIO। আয়োডিনের জলীয় দ্রবণকে পারদ বা রৌপ্য লবণের সাথে বিক্রিয়া করে এটা পাওয়া যায়। এটা খুব দ্রুত অসমানুপাতে বিয়োজিত হয়ঃ [১]

হাইপোআয়োডাস এসিড
নামসমূহ
ইউপ্যাক নাম
Hypoiodous acid
অন্যান্য নাম
হাইপোআয়োডাস এসিড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
সিএইচইবিআই
কেমস্পাইডার
ইসি-নম্বর
  • InChI=1S/HIO/c1-2/h2H YesY
    চাবি: GEOVEUCEIQCBKH-UHFFFAOYSA-N YesY
বৈশিষ্ট্য
HIO
আণবিক ভর 143.89 g/mol
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
☒না যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র
5 HIO → HIO3 + 2I2 + 2H2O

হাইপোআয়োডাস অ্যাসিড একটি দুর্বল এসিড যার pK প্রায় ১১ । এর কনজুগেট ক্ষার হাইপোআয়োডাইট  (IO-)। ক্ষারকীয় হাইড্রোক্সাইডের সাথে আয়োডিনের বিক্রিয়ায় এনায়নের লবণ পাওয়া যায়। তারা দ্রুত ভেঙে গিয়ে আয়োডাইড এবং আয়োডেট গঠন করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Holleman, A.F. (২০০১)। Inorganic chemistry (1st English ed., [edited] by Nils Wiberg. সংস্করণ)। San Diego, Calif. : Berlin: Academic Press, W. de Gruyter.। আইএসবিএন 0-12-352651-5