হরেকৃষ্ণ ডেকা

ভারতীয় লেখক

হরেকৃষ্ণ ডেকা (ইংরেজি: Harekrishna Deka; অসমীয়া: হরেকৃষ্ণ ডেকা) অসমের একজন প্রসিদ্ধ কবি ও গল্প লেখক। ছাত্রাবস্থার সময় থেকে তিনি কবিতা ও গল্প লেখা আরম্ভ করেন। পরবর্তী সময়ে তিনি তার প্রতিভার পরিচয় দেন।[] ভারতীয় পুলিশ সেবার বিষয়া হরেকৃষ্ণ ডেকা অসম পুলিশের মহাপ্রধান রুপে তিনি অবসর গ্রহণ করেন।[] সাহিত্য বিষয়ক গরীয়সী ও ইংরেজি খবরের কাগজ দা সেন্টিনেলে তিনি সম্পাদকের দ্বায়িত্ব বহন করেছিলেন। বর্তমানেও তিনি সাহিত্য জগতের সহিত জড়িত।[]

হরেকৃষ্ণ ডেকা
জন্ম১৯৪৩
ওয়েবসাইটhttp://www.hkdeka.com

শৈশব জীবন

সম্পাদনা

১৯৪৩ সনে হরেকৃষ্ণ ডেকার জন্ম হয়। তার পিতার ঘড় ছিল নলবাড়ি জেলার সর্থেবারী নামক স্থানে।[] কিন্তু তার শৈশব অতিবাহিত হয়েছিল তিনসুকীয়ায়। সেখানেই তিনি স্কুলের শিক্ষা গ্রহণ করেন। ১৯৫১ সনে তিনি প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হন।[] তিনি উচ্চ শিক্ষা প্রথমে কটন কলেজ ও পরবর্তী সময়ে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেন। ১৯৬৫ সনে তিনি ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৬৫ সনে মাঝের সময় থেকে ১৯৬৮ সন পর্যন্ত তিনি গুয়াহাটি বাণিজ্য মহাবিদ্যালয়ে প্রবক্তা হিসেবে কার্যনির্বাহ করেন।[] ১৯৬৮ সনে ভারতীয় পুলিশ সেবায় যোগদান করেন। ২০০৫ সনে তিনি অসম পুলিশ সেবার মহাপ্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।[] ২০০৮ সনে ডিসেম্বর মাস থেকে ২০১০ সনের নভেম্বর মাস পর্যন্ত রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা সমিতির সদস্যরুপে কার্যনির্বাহ করেন।[] চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তিনি অসমের ইংরেজি খবরের কাগজ দা সেন্টিনেলে কম সময়ের জন্য সম্পাদনা ও পরে সাহিত্য আলোচনী গরিয়সী সম্পাদনার দ্বায়িত্ব গ্রহণ করেন।[] [] []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://indianreview.in/the-assam-valley-literary-award-harekrishna-deka-2010/ আহরণ করা তারিখঃ ৫ জানুয়ারী, ২০১২
  2. "হরেকৃষ্ণ ডেকার ৱেবছাইট, আহরণ করা তারিখ: ৫ জানুৱারী, ২০১২"। ২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; int নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি