হওজা (আরবি: حوزة) বা হ়ওজ়াহ ʿইলমিয়াহ (আরবি: حوزة علمیة) হল শিয়া মুসলিম শিক্ষালয় যেখানে দ্বাদশী ধর্মগুরুরা শিক্ষালাভ করেন।[১]

অসংখ্য গ্রান্ড আয়াতুল্লাহর সমন্বয়ে একটি হওজা গঠিত হয়। ইরাকের নাজাফ এবং ইরানের কোম শহরের হওজাদ্বয় শিয়া ইসলামের প্রসিদ্ধ দুটি শিক্ষাকেন্দ্র। তবে বিশ্বের বিভিন্ন শহরে আরও অনেক হওজা রয়েছে, যেমন: কারবালা, ইসফাহান, মাশহাদ, বৈরুত, লাহোর, লখনৌ, উত্তর আমেরিকা, ইউরোপ ইত্যাদি।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hawza - Advanced Islamic Studies"। Ahlul Bayt Digital Islamic Library Project। ৮ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Frequently Asked Questions (FAQ) on Hawza Studies ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ এপ্রিল ২০১০ তারিখে