স্বামী হরিদাস

ভারতীয় গায়ক

স্বামী হরিদাস (১৪৮০-১৫৭৩) ছিলেন ভারতীয় আধ্যাত্মিক কবি ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ । বিশেষ করে ধ্রুপদী ভক্তিমূলক রচনার একটি বৃহৎ অংশের কৃতিত্ব তার। তিনি রহস্যবাদী হরিদাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, যা আজও উত্তর ভারতে অনুসৃত হয়। তাঁর কার্যাবলী শাস্ত্রীয় সঙ্গীত ও উত্তর ভারতের ভক্তি আন্দোলন উভয়কেই প্রভাবিত করেছিল বিশেষত যারা কৃষ্ণের সহধর্মিণী রাধার প্রতি নিবেদিত। হিত হরিবংশ মহাপ্রভু, হরিরাম ব্যাস, রূপ গোস্বামী, বিদ্যাপতি, মহাপ্রভু বল্লভাচার্য, বিঠলনাথ (গুসাঁইজি) তাঁর সমসাময়িক ছিলেন।

ভারতের ১৯৮৫ সালের টিকেটে স্বামী হরিদাস।
স্বামী হরিদাস মুঘল সম্রাট আকবরের উপস্থিতিতে তানসেনকে শিক্ষা দিচ্ছেন।

স্বামী হরিদাস কর্ণাটকের কর্ণাটকী সঙ্গীতের জনক পুরন্দর দাসের সরাসরি শিষ্য। [১]

তার অনেক ছাত্র ছিল। তানসেন তাদের একজন যিনি আকবরের নবরত্নের অন্যতম ছিলেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Madhubālā Sinhā (২০০৯)। Encyclopaedia of South Indian Literature, Volume 2। Anmol Publications। আইএসবিএন 9788126137404 
  2. Bonnie C. Wade; Professor of Music Bonnie C Wade (১৯৯৮)। Imaging Sound: An Ethnomusicological Study of Music, Art, and Culture in Mughal India। University of Chicago Press। পৃষ্ঠা 113আইএসবিএন 978-0-226-86840-0 

বহিঃসংযোগ সম্পাদনা