স্বস্তিপুর শাহী মসজিদ
স্বস্তিপুর শাহী মসজিদ বাংলাদেশের অতি প্রাচীন একটি মসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন।[১] মসজিদটি কুষ্টিয়া জেলার সদর উপজেলায় অবস্থিত। গবেষকদের মতে মসজিদটি শায়েস্তা খাঁর আমলে আনুমানিক ১৬৬০ খ্রিষ্টাব্দের দিকে নির্মিত হয়েছিলো। মসজিদটি কুষ্টিয়া জেলায় প্রাচীন ইসলামের ইতিহাসের নিদর্শন বহন করছে। বর্তমানে মসজিদটির খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা সিরাজুল ইসলাম নিজামী।[২][৩]
স্বস্তিপুর শাহী মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | স্বস্তিপুর, আলামপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া জেলা, বাংলাদেশ |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | মুঘল স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৮৬০ এর দশক |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ৪ গম্বুজ বিশিষ্ট |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ১ মিটার |
উপাদানসমূহ | ইট, পাথর, বালু |
অবস্থান
সম্পাদনাএই শাহী মসজিদটি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার, সদর উপজেলার আলামপুর ইউনিয়ানের স্বস্তিপুর গ্রামে অবস্থিত। এটি কুষ্টিয়া জেলা শহর থেকে ঝিনাইদহগামী সড়ক ধরে প্রায় ১১ কিলোমিটার এগিয়ে গেলে স্বস্তিপুর গ্রামে মসজিদটি পাওয়া যাবে।[২]
ইতিহাস
সম্পাদনানবাব শায়েস্তা খানের আমলে (১৬৬০-১৬৬৮) খ্রিস্টাব্দে মসজিদটি তৈরি হয়েছিলো, ইতিহাসের সাক্ষী হয়ে এখনও মসজিদটি বর্তমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবাব শায়েস্তা খানের নামানুসারে গ্রামটির নাম ছিল শায়েস্তাপুর। কালক্রমে শায়েস্তাপুর নাম পরিবর্তন হয়ে স্বস্তিপুর হয়ে গিয়েছে। সেই অনুসারে মসজিদটির নামও স্বস্তিপুর শাহী মসজিদ নামকরণ হয়েছে। গবেষক মহলের ধারণা, শাহী ফৌজদের পথযাত্রার মাঝখানে বিশ্রাম ও নামাজ আদায়ের জন্য এই মসজিদটি তৈরি করেছিল।[৪]
কাঠামো বর্ণনা
সম্পাদনাস্বস্তিপুর মসজিদটির ৪ কোনে চারটি থামের ওপর ৪টি ছোট গম্বুজ শোভা রয়েছে। আর মাঝের গম্বুজটি অন্যগুলোর তুলনায় কিছুটা বড়। এই মসজিদের দেয়ালের পুরুত্ব ০.৯১ মিটার এবং পিলারসহ তা ১.০১ মিটার। এটি একটি ছোট মসজিদ এবং তাতে মাত্র এক সারি মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। এখন অবশ্য মসজিদের পূর্ব দেয়াল সংলগ্ন বড় একটি বারান্দা যুক্ত করে আয়তন বাড়ানো হয়েছে। মসজিদটি তিন গম্বুজবিশিষ্ট, মসজিদটি যে মুঘল যুগের, তাতে গবেষকরা একমত প্রকাশ করেছে।[৫]
বর্তমান অবস্থা
সম্পাদনাবিভিন্ন সময়ে মসজিদটিতে সংস্কার কাজ হয়েছে। মসজিদটি সংস্কারে পর সংস্কার হতে হতে এর প্রাচীনতত্ত্বের স্মৃতি চিহ্ন আজ বিলুপ্তির পথে। অনেকে বলেছে, শুরুতে মসজিদটি আকারে ছোট ছিল, সেটি ধ্বংস হয়ে গেলে নতুন করে মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের বর্তমান কাঠামো মুঘল আমলের কাঠামো শৈলীর দিকে ইঙ্গিত করে। মসজিদটির বর্তমানের খতিবের নাম মাওলানা সিরাজুল ইসলাম নিজামী। এই ঐতিহাসিক মসজিদটি দেখতে বহু দর্শনার্থী ভিড় করেন। এছাড়াও অনেকেই এখানে বিভিন্ন মান্নত করে সিন্নিও প্রদান করে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুষ্টিয়া সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৯।
- ↑ ক খ "কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্বস্তিপুর শাহী মসজিদ"। banglanews24.com। ২০১৫-১২-১৪। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৯।
- ↑ থেকে, এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া। "স্বস্তিপুর শাহী মসজিদ"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৯।
- ↑ "স্বস্তিপুর শাহী মসজিদ"। সরকারি ওয়েবসাইট। ১৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ "৮০০ বছরের পুরাতন স্বস্তিপুর শাহী মসজিদ কুষ্টিয়া | Swastipur Shahi Mosque Kustia | Historical Mosque"। আবাহন টিভি। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।