স্বরমুশিয়া ইউনিয়ন
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার একটি ইউনিয়ন
স্বরমুশিয়া ইউনিয়ন বাংলাদেশের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
স্বরমুশিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | আটপাড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাএর আয়তন ৭০৯৪ একর'।
জনসংখ্যা
সম্পাদনা২৩২৮১ জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)।
গ্রাম ভিত্তিক জনসংখ্যা
সম্পাদনানং | গ্রামের নাম | জনসংখ্যা | নং | গ্রামের নাম | জনসংখ্যা | নং | গ্রামের নাম | জনসংখ্যা |
০১. | অভয়পাশা | ৭৫৪ | ১৪. | কিসমতআরা | ৭৮১ | ২৭. | রামেশ্বরপুর | ৯১২ |
০২. | আইমাদেবীপুর | ৫৭৩ | ১৫. | কিসমতআরা | ২৭৫ | ২৮. | ষাটকাহন | ৬৮৫ |
০৩. | বড়বাড়ী | ৮৬ | ১৬. | আড়াগাঁও | ৫০৬ | ২৯. | রূপচন্দ্রপুর | ২৯০১ |
০৪. | বাশাটি | ১১৩০ | ১৭. | কোনাপাড়া | ৬৪৯ | ৩০. | স্বরমুশিয়া | ৩১৩৫ |
০৫. | দেশীউড়া | ১০৪০ | ১৮. | কৃষ্ণপুর | ১২২৯ | ৩১. | ভবানীপুর | ৫২৩ |
০৬. | দুর্গাশ্রম | ৫৫৬ | ১৯. | মাদল | ২৭৭ | ৩২. | হরিপুর | ৬৭৪ |
০৭. | গণিপুর | ১৫০ | ২০. | মসত্মফাপুর | ২৩৮ | ৩৩. | স্বরমুশিয়া | ৬৮২ |
০৮. | ধনানধনপুর | ৪১ | ২১. | মাটিকাটা | ৩৪১ | ৩৪. | রামজীবনপুর | ৬৮৫ |
০৯. | ঘাগড়া | ১৬১৪ | ২২. | নোয়াপাড়া | ৫৭১ | ৩৫. | হরিপুরেরকান্দা | ৫৭১ |
১০. | ঘিডুয়ারী | ৫১৮ | ২৩. | পুখলগাঁও | ১৫৫০ | ৩৬. | শাল্কি | ৩৫১ |
১১. | যাদবপুর | ১০৬৭ | ২৪. | পুখলগাঁও | ১০৩৮ | ৩৭. | শ্রীপুর | ২৩৭ |
১২. | জালালপুর | ১৪০ | ২৫. | লক্ষ্মীপুর | ৫১২ | ৩৮. | সুতারপুর | ১২২৪ |
১৩. | জালশুকা | ২৬৮ | ২৬. | রাজাপুর | ৪৮ | ৩৯. | তিলকপুর | ২১৫ |
সর্বমোট = ২৩২৮১ জন |
প্রশাসনিক এলাকা
সম্পাদনাএখানে ৩৯টি গ্রাম ও ২৬টি মৌজা রয়েছে।
শিক্ষা
সম্পাদনাএখানে শিক্ষার হার ৩৯.৯% (২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)।
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১০ টি;
- বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় - ০৬;
- উচ্চ বিদ্যালয় - ০৩টি;
- মাদ্রাসা - ০১টি।
- পাবলিক লাইব্রেরি -০১টি:
আবুল আব্বাস খন্দকার স্মৃতি বিজ্ঞান ক্লাব ও পাঠাগার,ঘাগড়া।
দর্শনীয় স্থান
সম্পাদনা- সাজ্জাত পিকনিক স্পট, নোয়াপাড়া।
- সালকি মাটিকাটা গ্রামের পুরাকীর্তি।
জনপ্রতিনিধি
সম্পাদনা- মোঃ আব্দুস ছাত্তার, চেয়ারম্যান।
বিবিধ
সম্পাদনা- মসজিদ - ৫৯টি;
- মন্দির - ১৭টি;
- ঈদগাহ - ২৪টি;
- কবরস্থান - ৭টি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্বরমুশিয়া ইউনিয়ন"। shormushiaup.netrokona.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯।