স্বরমুশিয়া ইউনিয়ন

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার একটি ইউনিয়ন

স্বরমুশিয়া ইউনিয়ন বাংলাদেশের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

স্বরমুশিয়া
ইউনিয়ন
স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলাআটপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

এর আয়তন ৭০৯৪ একর'।

জনসংখ্যা সম্পাদনা

২৩২৮১ জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)।

গ্রাম ভিত্তিক জনসংখ্যা সম্পাদনা

নং গ্রামের নাম জনসংখ্যা নং গ্রামের নাম জনসংখ্যা নং গ্রামের নাম জনসংখ্যা
০১. অভয়পাশা ৭৫৪ ১৪. কিসমতআরা ৭৮১ ২৭. রামেশ্বরপুর ৯১২
০২. আইমাদেবীপুর ৫৭৩ ১৫. কিসমতআরা ২৭৫ ২৮. ষাটকাহন ৬৮৫
০৩. বড়বাড়ী ৮৬ ১৬. আড়াগাঁও ৫০৬ ২৯. রূপচন্দ্রপুর ২৯০১
০৪. বাশাটি ১১৩০ ১৭. কোনাপাড়া ৬৪৯ ৩০. স্বরমুশিয়া ৩১৩৫
০৫. দেশীউড়া ১০৪০ ১৮. কৃষ্ণপুর ১২২৯ ৩১. ভবানীপুর ৫২৩
০৬. দুর্গাশ্রম ৫৫৬ ১৯. মাদল ২৭৭ ৩২. হরিপুর ৬৭৪
০৭. গণিপুর ১৫০ ২০. মসত্মফাপুর ২৩৮ ৩৩. স্বরমুশিয়া ৬৮২
০৮. ধনানধনপুর ৪১ ২১. মাটিকাটা ৩৪১ ৩৪. রামজীবনপুর ৬৮৫
০৯. ঘাগড়া ১৬১৪ ২২. নোয়াপাড়া ৫৭১ ৩৫. হরিপুরেরকান্দা ৫৭১
১০. ঘিডুয়ারী ৫১৮ ২৩. পুখলগাঁও ১৫৫০ ৩৬. শাল্কি ৩৫১
১১. যাদবপুর ১০৬৭ ২৪. পুখলগাঁও ১০৩৮ ৩৭. শ্রীপুর ২৩৭
১২. জালালপুর ১৪০ ২৫. লক্ষ্মীপুর ৫১২ ৩৮. সুতারপুর ১২২৪
১৩. জালশুকা ২৬৮ ২৬. রাজাপুর ৪৮ ৩৯. তিলকপুর ২১৫
সর্বমোট = ২৩২৮১ জন

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এখানে ৩৯টি গ্রাম ও ২৬টি মৌজা রয়েছে।

শিক্ষা সম্পাদনা

এখানে শিক্ষার হার ৩৯.৯% (২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)।

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১০ টি;
  • বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় - ০৬;
  • উচ্চ বিদ্যালয় - ০৩টি;
  • মাদ্রাসা - ০১টি।
  • পাবলিক লাইব্রেরি -০১টি:
আবুল আব্বাস খন্দকার স্মৃতি বিজ্ঞান ক্লাব ও পাঠাগার,ঘাগড়া।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • সাজ্জাত পিকনিক স্পট, নোয়াপাড়া।
  • সালকি মাটিকাটা গ্রামের পুরাকীর্তি।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • মোঃ আব্দুস ছাত্তার, চেয়ারম্যান।

বিবিধ সম্পাদনা

  • মসজিদ - ৫৯টি;
  • মন্দির - ১৭টি;
  • ঈদগাহ - ২৪টি;
  • কবরস্থান - ৭টি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্বরমুশিয়া ইউনিয়ন"shormushiaup.netrokona.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৯