স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন হলো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর মেডিকেল স্কুল। এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে অবস্থিত। এটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে পালো আল্টোতে স্থানান্তরিত হয় ১৯৫৯ সালে।
ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯০৮ |
মূল প্রতিষ্ঠান | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডিন | Lloyd B. Minor |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৮০১ |
শিক্ষার্থী | ৪৭২ |
অবস্থান | স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
শিক্ষাঙ্গন | নগর |
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
র্যাংকিং ও ভর্তি
সম্পাদনা২০১৪ সালের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এর অবস্থান ২য়, হার্ভার্ড মেডিকেল স্কুল এর ঠিক পরেই। এতে ভর্তি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২.২% গ্রহণের হার নিয়ে এর গ্রহণের হার মার্কিন যুক্তরাষ্ট্রে ২য় সর্বনিম্ন। ২০০৮ সালে ৬৫৬৭ মানুষ এতে আবেদন করে এবং ৪৬৩ জনের সাক্ষাৎকার নেয়া হয়।
পাঠ্যক্রম
সম্পাদনা২০০৩ সালে এতে নতুন পাঠ্যসূচী অতর্ভুক্ত করা হয়। ক্লাসরুম লেকচার সপ্তাহে ১২ থেকে ২২ ঘণ্টায় নামিয়ে আনা হয়।