অ্যান্ড্রু ফায়ার

মার্কিন জীববিজ্ঞানী
(অ্যান্ড্রু জেড ফায়ার থেকে পুনর্নির্দেশিত)

অ্যান্ড্রু জেড ফায়ার (জন্ম: ২৭ এপ্রিল ১৯৫৯) মার্কিন বিজ্ঞানী। ২০০৬ সালে শরীরতত্ত্ব বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১] অ্যান্ড্রু জেড ফায়ার যুক্তরাজ্যের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের একজন বিজ্ঞানী।

অ্যান্ড্রু ফায়ার
জন্ম
অ্যান্ড্রু জেড ফায়ার

(1959-04-27) ২৭ এপ্রিল ১৯৫৯ (বয়স ৬৪)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণRNA interference
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৬
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাফিলিপ এ শার্প

আরএনএ ইন্টারফেয়ারেন্স আবিষ্কার করার কৃতিত্বের জন্যে ২০০৬ সালের শরীরতত্ব বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার যৌথভাবে দেওয়া হয় ক্রেগ মেলো ও অ্যান্ড্রু ফায়ারকে।

জীবনী সম্পাদনা

ফায়ার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৭৮ সালে গণিতে বিএ ডিগ্রি অর্জন করেন। জীববিজ্ঞানে পিএইচডি করেন ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৮৩ সালে। ২০০৩ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষক হিসেবে যোগদান করেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nobel prize for genetic discovery"। ২ অক্টোবর ২০০৬। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ – news.bbc.co.uk-এর মাধ্যমে।