হার্ভার্ড মেডিকেল স্কুল

হার্ভার্ড মেডিকেল স্কুল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবৈজ্ঞানিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় চিকিৎসাশাস্ত্রীয় উচ্চশিক্ষালয়। এখানে সহকারী, সহযোগী ও পূর্ণ অধ্যাপক পদের প্রায় ২৯০০ পূর্ণ ও খণ্ডকালীন ভোটাধিকার-প্রাপ্ত শিক্ষক এবং ৫০০০-এর অধিক পূর্ণ এবং খন্ডকালীন ভোটাধিকারহীন শিক্ষক রয়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুল
হার্ভার্ড মেডিকেল স্কুলের শিল্ড.svg
ধরনপ্রাইভেট
স্থাপিত১৭৮২
বৃত্তিদানUS$3.0 Billion [১]
ডিনজেফরি এস ফ্লাইয়ার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০,৮৮৪
শিক্ষার্থী১৫৬৩
৭০৫ ডক্টর অব মেডিসিন
১৪৭ ডক্টর অব ডেন্টাল মেডিসিন
৫৫৬ পিএইচডি
১৫৫ এমডি-পিএইচডি
অবস্থান, ,
মার্কিন যুক্তরাষ্ট্র

শিক্ষাঙ্গনপৌর
ওয়েবসাইটhms.harvard.edu
হার্ভার্ড মেডিকেল স্কুলের সীল.svg
মানচিত্র

ইতিহাসসম্পাদনা

 
হার্ভার্ড মেডিকেল স্কুল

হার্ভার্ড মেডিকেল স্কুল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩য় প্রাচীনতম চিকিৎসাবৈজ্ঞানিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৭৮২ সালের ১৯শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৮১০ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ থেকে ৪৯ মার্লবোরো স্ট্রীটে স্থানান্তরিত হয়। ১৮১৬ থেকে ১৮৪৬ সাল পর্যন্ত এটি ম্যাসন স্ট্রীটে অবস্থিত ছিল। তখন এটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের "ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল" নামে পরিচিত ছিল।

বিখ্যাত শিক্ষার্থীসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Harvard Medicine — Basic Facts"। ৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৫, ২০১০