পল বার্গ
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
পল বার্গ (জন্ম: জুন ৩০, ১৯২৬) একজন মার্কিন প্রাণরসায়নবিদ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। তিনি ১৯৮০ সালে ওয়াল্টার গিলবার্ট ও ফ্রেডরিক স্যাঙ্গার এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
পল বার্গ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি |
পরিচিতির কারণ | রিকম্বিনেন্ট ডিএনএ |
দাম্পত্য সঙ্গী | মিলড্রেড লেভি (বিয়ে ১৯৪৭; ১ সন্তান)[১] |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৮০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়াশিন্টন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস |
জীবনী
সম্পাদনাপল বার্গ য়াব্রাহাম লিঙ্কন হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হন। পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৪৮ সালে প্রাণরসায়নে বিএসসি এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি থেকে ১৯৫২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ওয়াশিন্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে কর্মরত ছিলেন। ১৯৫৯ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়র প্রাণরসায়ন বিভাগে যোগদান করেন এবং ২০০০ সাল পর্যন্ত তিনি এখানেই কর্মরত ছিলেন।
সম্মাননা
সম্পাদনা- বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কার, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি
- সভাপতি, আমেরিকান জৈব রসায়নবিদ সোসাইটি (১৯৭৫)
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, রোচেস্টার বিশ্ববিদ্যালয়, ১৯৭৮
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, ইয়েল বিশ্ববিদ্যালয়, ১৯৭৮
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স, ১৯৮৩
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, ওয়াশিন্টন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস, ১৯৮৬
- সম্মানসূচক ডক্টর অব সায়েন্স, পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, ১৯৯৫
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Elizabeth H. Oakes (২০০৭)। Encyclopedia of World Scientists। New York: Facts on File। আইএসবিএন 1438118821।
- ↑ http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1980/berg-cv.html