স্কটল্যান্ডের ভূগোল

স্কটল্যান্ডের ভূগোল বৈচিত্র্যময়, কারণ এখানে রয়েছে গ্রামীণ নিম্নভূমি থেকে অব্যবহৃত উঁচু পার্বত্য অঞ্চল এবং বড় শহর থেকে খুব কম জনবহুল দ্বীপপুঞ্জ পর্যন্ত। ইউরোপের উত্তরে অবস্থিত স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন দ্বীপের উত্তরের অর্ধাংশের পাশাপাশি শিটল্যান্ড দ্বীপপুঞ্জ, অর্কনি দ্বীপপুঞ্জ এবং অভ্যন্তরস্থ এবং বহিস্থ হিব্রাইড দ্বীপপুঞ্জ সহ প্রায় ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।[১]

স্কটল্যান্ড ভূগোল
মহাদেশইউরোপ
অঞ্চলব্রিটিশ দ্বীপপুঞ্জ
আয়তন
 • মোট৩০,৯৮১ মা (৮০,২৪০ কিমি)
 • স্থলভাগ৯৭%
 • জলভাগ৩%
উপকূলরেখা৭,৩৩০ মা (১১,৮০০ কিমি)
সীমানাইংল্যান্ড
৯৬ মাইল (১৫৪ কিমি)
সর্বোচ্চ বিন্দুবেন নেভিস
১,৩৪৫ মিটার (৪,৪১৩ ফু)
সর্বনিম্ন বিন্দুআটলান্টিক মহাসাগর
০ মিটার (০ ফু)
দীর্ঘতম নদীটে নদী
১২০ মাইল (১৯০ কিমি)
বৃহত্তম হ্রদলোচ লোমন্ড ২৭ বর্গমাইল (৭০ কিমি)
জলবায়ুক্রান্তীয়, উপ-বৃত্তীয়, তুন্দ্রা
ভূখণ্ডপর্বত, পাহাড়, বন, বগ, নগর
প্রাকৃতিক সম্পদআকরিক লৌহ, জিঙ্ক, পটাশ, সিলিকন, কয়লা, মাছ, কাঠ, বন্যপ্রাণী, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুত্
প্রাকৃতিক বিপত্তিসমূহবায়ু ঝড়, বন্যা
পরিবেশগত সমস্যাজলবায়ু পরিবর্তন, পুননবায়নযোগ্য জ্বালানি, পয়ঃনিষ্কাষণপানি দূষণ

ভূতত্ত্ব ও গঠন সম্পাদনা

স্কটল্যান্ডের আয়তন ৩০,৯৮১ বর্গমাইল (৮০,২৪০ কিমি), যা যুক্তরাজ্যের মোট আয়তনের ৩২%। স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য ৬,১৬০ মাইল (৯,৯১০ কিমি)।

স্কটল্যান্ডের গঠন ক্রিয়া পাত সঞ্চালন প্রক্রিয়ার দ্বারা সংগঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিমবাহ থেকে উদ্ভূত ক্ষয়কার্যের ফলে এর গঠন সম্পন্ন হয়।

প্রাকৃতিক ভূগোল সম্পাদনা

ভূমি ব্যবহার সম্পাদনা

স্কটল্যান্ডের মোট জমির পরিমাণ ৮০,২৩,৯৪৭ হেক্টর। এর ৬৭% তৃণভূমি ও অনিয়মিত চারণভূমি; কাঠ ও বনভূমিতে ১৭%; নগর উন্নয়নে ৮%; ফসল ফলানো ও পতিত ৭% এবং অন্যান্য কৃষি জমি খাতে ২% ভূমি ব্যবহৃত হয়।

উপকূলরেখা সম্পাদনা

স্কটল্যান্ডের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য ৬,১৬০ মাইল (৯,৯১০ কিমি)। অসংখ্য দ্বীপ যুক্ত করলে এর দৈর্ঘ্য ১১,৬০২ মাইল (১৮,৬৭২ কিমি) পর্যন্ত বৃদ্ধি পায়।[২]

দ্বীপসমূহ সম্পাদনা

স্কটল্যান্ডে ৯০০টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে ১০০টিরও বেশি দ্বীপে জনবসতি রয়েছে।[২] দ্বীপগুলোর অধিকাংশই দেশের উত্তর ও পশ্চিম উপকূলে অবস্থিত।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Scotland"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  2. "Facts and figures about Scotland's sea area (coastline length, sea area in sq kms)"। Scottish Government। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  3. "Scotland in Short" (পিডিএফ)। Scottish Executive। ৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা