সৌমিত্র শেখর দে
সৌমিত্র শেখর দে (সৌমিত্র শেখর নামে সমধিক পরিচিত) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য।[১][২][৩][৪]
অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে | |
---|---|
উপাচার্য | |
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | |
কাজের মেয়াদ ১৯ ডিসেম্বর ২০২১ – ১৪ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | এ এইচ এম মোস্তাফিজুর রহমান |
উত্তরসূরী | জাহাঙ্গীর আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | শেরপুর সদর, শেরপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাশেরপুর সদরে তার জন্ম।[৫] ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন।[৬][৭] তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাসাগর অধ্যাপক ড. ক্ষেত্র গুপ্তের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন।
কর্মজীবন
সম্পাদনাতিনি ১৯৯৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং তার পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর পরিচালক ও ‘নজরুল -অধ্যাপক’ হিসেবে কর্মরত ছিলেন।[২]
সৌমিত্র শেখর দে ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯ ডিসেম্বর অনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।[৮] ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।[৯]
প্রকাশনা
সম্পাদনা- ‘গদ্যশিল্পী মীর মশাররফ’ (১৯৯৫; ২০০১; ২০১৫)
- নজরুল কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ’ (২০০১)
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ (২০০৪)
- ‘সিভিল সোসাইটি ও অন্যান্য প্রবন্ধ’ (২০০৪)
- ‘ব্যাকরণ সন্ধান’ (২০০৬)
- ‘কথাশিল্প অন্বেষণ’ (২০০৬)
- ‘সত্যেন সেনের উপন্যাসে জীবন ও শিল্পের মিথস্ক্রিয়া’ (২০০৭)
- ‘ষাটের কবিতাঃ ভালোবাসার শরবিদ্ধ কবিকূল’ (২০১০)
- ‘ভাষার প্রাণ ভাষার বিতর্ক’ (২০১১)
- ‘সরকারি কর্মকমিশন ও শিক্ষাভাবনা’ (২০১২)
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ চেতনার বাতিঘর’ (২০১৩)
- ‘নজরুলঃ আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং শিল্পের বোধ’ (২০১৩)
- ‘মোসলেম ভারতঃ বিষয় বিশ্লেষণ’ (২০১৪; ২০১৯)
- ‘শিক্ষার ধারা পরীক্ষার কারা’ (২০১৭)[১০]
পদক
সম্পাদনা- ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস এওয়ার্ড (২০০১)
- ময়েনউদ্দীন ফাউন্ডেশন পদক (২০০৮)
- নজরুল পদক (২০১৪)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রজ্ঞাপন" (পিডিএফ)। shed.portal.gov.bd। ডিসেম্বর ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২১।
- ↑ ক খ "নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সৌমিত্র শেখর"। ইত্তেফাক। ডিসেম্বর ১৫, ২০২১।
- ↑ "জাককানইবির নতুন উপাচার্য ড. সৌমিত্র শেখর"। risingbd.com। ডিসেম্বর ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২১।
- ↑ "জাককানইবির নতুন উপাচার্য সৌমিত্র শেখর"। sarabangla.net। ডিসেম্বর ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২১।
- ↑ "ড. সৌমিত্র শেখর দে"। আওয়ার শেরপুর। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৩।
- ↑ "অধ্যাপক সৌমিত্র শেখর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য"। prothomalo.com। ডিসেম্বর ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রতিষ্ঠার ৫০ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়"। banglatribune.com। ডিসেম্বর ১৫, ২০২১। ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০২১।
- ↑ "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রফেসর ড. সৌমিত্র শেখর দে'র যোগদান সম্পন্ন"। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ১৯ ডিসেম্বর ২০২১। ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২১।
- ↑ "কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখরের পদত্যাগ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "জাককানইবি'র নতুন উপাচার্য ড. সৌমিত্র শেখর"। thedailycampus.com। ডিসেম্বর ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২১।