রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৬২ সালের ৮ মে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উপলক্ষে কবির নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গৃহীত হয় এবং এই বছরই পশ্চিমবঙ্গ সরকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৬১ পাস করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অবস্থিত। দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গণটি রয়েছে কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে।
![]() | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৭৪ |
আচার্য | জগদীপ ধনখর, (পশ্চিমবঙ্গের রাজ্যপাল) |
উপাচার্য | সব্যসাচী বসু রায়চৌধুরী |
শিক্ষার্থী | ৬,৯৪১[১] |
স্নাতক | ২,৯৪৮[১] |
স্নাতকোত্তর | ৩,৪৪৬[১] |
৬৪২[১] | |
ঠিকানা | , কলকাতা , , |
শিক্ষাঙ্গন | শহর |
অধিভুক্তি | ইউজিসি, জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সমিতি |
![]() | |
![]() |
অবস্থানসম্পাদনা
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি জোড়াসাঁকোতে অবস্থিত। অন্য শিক্ষাপ্রাঙ্গনটি রয়েছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে। এটির ঠিকানা ৫৬ এ বিটি রোড, কলকাতা ৭০০০৫০।
পঠন পাঠনসম্পাদনা
মূলত কলা বিভাগের পাঠ দেয়া হয় এই বিশ্ববিদ্যালয়ে। তিনটি মূল পাঠন অনুষদ রয়েছে : কলা , চারুকলা এবং দৃশ্যকলা । এছাড়া একটি B.Ed অনুষদ রয়েছে।
কলা বিভাগসম্পাদনা
এই বিভাগে বাংলা , সংস্কৃত , হিন্দি , ইংরেজির মতো প্রথাগত বিষয় ছাড়াও তুলনামূলক সাহিত্য , অর্থনীতি , গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান , রাষ্ট্রবিজ্ঞান , মানব উন্নয়ন অধ্যয়ন-এর মতো বিষয় পড়ানো হয়। [২]
চারুকলা বিভাগসম্পাদনা
এই বিভাগে সংগীতবিদ্যা, নৃত্য , নাটক , যন্ত্রসংগীত, গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি-র মতো বিষয় পড়ানো হয়। [৩]
দৃশ্যকলা বিভাগসম্পাদনা
এই বিভাগে ফলিত শিল্প, গ্রাফিক্স, পেইন্টিং, ভাস্কর্য, প্রদর্শনশালাসংক্রান্ত বিদ্যা-র মতো বিষয় পড়ানো হয়। [৪]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ "NIRF 2020" (PDF)। Rabindra Bharati University।
- ↑ "ARTS"।
- ↑ "FINE ARTS"।
- ↑ "VISUAL ARTS"।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |