সৌদ আশ-শুরাইম
সৌদ ইবন ইবরাহিম ইবন মুহাম্মদ আল-শুরাইম (আরবি: سعود بن ابراهيم بن محمد الشريم،, জন্ম ১৯ জানুয়ারী, ১৯৬৪) হলেন মক্কার প্রধান মসজিদ, (মসজিদ আল-হারামের) একজন অন্যতম সাবেক ইমাম ও খতীব। তিনি ডক্টরেট (পিএইচ.ডি) ডিগ্রী প্রাপ্ত এবং মক্কার উম্ম আলকুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।[১]
সৌদ আল-শুরাইম | |
---|---|
سعود بن ابراهيم بن محمد الشرين، | |
উপাধি | শাইখ মসজিদের ইমাম |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] | ১৯ জানুয়ারি ১৯৬৪
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | সৌদি |
আখ্যা | সুন্নি |
শিক্ষালয় | সালাফী |
উল্লেখযোগ্য কাজ | ইমামতি (নামাযের নেতৃত্ব), কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত |
সৌদ শুরাইম ১৯৯১ সাল থেকে মক্কায় রমজানে তারাবীহ নামাজের নেতৃত্ব দেন। তিনি ১৭ জুন ২০১২ তারিখে মসজিদ আল হারাম এ মাগরিবের সালাতের পর ক্রাউন প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ এর জানাজা নামাজের নেতৃত্ব দেন।[২] সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ এবং রাজপরিবাররা এই জানাজায় উপস্থিত ছিলেন।
কর্মজীবন
সম্পাদনা১৯৯১ সালে, তাঁকে বাদশাহ ফাহাদের আদেশে গ্র্যান্ড মসজিদে প্রার্থনার নেতা এবং শুক্রবারের খতিব হিসেবে নিযুক্ত করা হয়।[৩] এর এক বছর পর, তিনি মক্কার উচ্চ আদালতে বিচারক নিযুক্ত হন।[৪][৩] এর পাশাপাশি, তাঁকে পবিত্র মসজিদ আল-হারামে শিক্ষা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।[৪][৩] তিনি ১৯৯৫ সাল থেকে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন,[৪][৩] এবং "শরিয়াহ এবং ইসলামিক স্টাডিজ" অনুষদের ডিন হিসাবে নামকরণ করা হয়েছে।[৩] ২০১০ সালের জুন মাসে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি বাকরি বিন মাতউক তাকে ফিকহ অধ্যাপকের পদ থেকে বিশেষজ্ঞ অধ্যাপক পদে উন্নীত করেন। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন।[৩]
৬ এপ্রিল ২০১৮-এ, সৌদি কর্তৃপক্ষ শুরাইমের টুইটার পৃষ্ঠাটি বন্ধ করে দেয় কারণ তিনি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক সমস্যা সম্পর্কে মন্তব্য পোস্ট করেছিলেন এবং তিনি যা বিশ্বাস করেন তা ইসলামী শিক্ষার লঙ্ঘন বলে সমালোচনা করেছিলেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ http://www.assabile.com/saud-shuraim-11/saud-shuraim.htm
- ↑ "ক্রাউন প্রিন্স নায়েফ সমাহিত হয়ায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন | সামনের পৃষ্ঠা | সৌদি গেজেট"। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৬।
- ↑ ক খ গ ঘ ঙ চ স্টিভ (২৮ মে ২০১৫)। "ইমাম সৌদ আশ শুরাইম সম্পর্কে অজানা তথ্য"। lifeinsaudiarabia। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১।
- ↑ ক খ গ "মক্কার ইমামের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব"। মিডল ইস্ট মনিটর। ৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১।
- ↑ "ইমাম কাবা শেখ শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি"। এপ্রিল ৮, ২০১৮। সংগ্রহের তারিখ আগস্ট ২৭, ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- haramainrecordings.com - Recent recordings (audio / video) of Sa'ud Al-Shuraim from Masjid al-Haram
- shuraym.com - Unofficial Website of Imam Al-Shuraim
- Download Sheikh Sa'ud Al-Shuraim's recitation of Al-Quran in mp3 format