সৌদ আশ-শুরাইম

(সৌদ আল-শুরাইম থেকে পুনর্নির্দেশিত)

সৌদ ইবন ইবরাহিম ইবন মুহাম্মদ আল-শুরাইম (আরবি: سعود بن ابراهيم بن محمد الشريم،,‏‎ জন্ম ১৯ জানুয়ারী, ১৯৬৪) হলেন মক্কার প্রধান মসজিদ, (মসজিদ আল-হারামের) একজন অন্যতম সাবেক ইমামখতীব। তিনি ডক্টরেট (পিএইচ.ডি) ডিগ্রী প্রাপ্ত এবং মক্কার উম্ম আলকুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।[]

সৌদ আল-শুরাইম
سعود بن ابراهيم بن محمد الشرين،
উপাধিশাইখ
মসজিদের ইমাম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1964-01-19) ১৯ জানুয়ারি ১৯৬৪ (বয়স ৬০) []
ধর্মইসলাম
জাতীয়তাসৌদি
আখ্যাসুন্নি
শিক্ষালয়সালাফী
উল্লেখযোগ্য কাজইমামতি (নামাযের নেতৃত্ব), কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত

সৌদ শুরাইম ১৯৯১ সাল থেকে মক্কায় রমজানে তারাবীহ নামাজের নেতৃত্ব দেন। তিনি ১৭ জুন ২০১২ তারিখে মসজিদ আল হারামমাগরিবের সালাতের পর ক্রাউন প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ এর জানাজা নামাজের নেতৃত্ব দেন।[] সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ এবং রাজপরিবাররা এই জানাজায় উপস্থিত ছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

১৯৯১ সালে, তাঁকে বাদশাহ ফাহাদের আদেশে গ্র্যান্ড মসজিদে প্রার্থনার নেতা এবং শুক্রবারের খতিব হিসেবে নিযুক্ত করা হয়।[] এর এক বছর পর, তিনি মক্কার উচ্চ আদালতে বিচারক নিযুক্ত হন।[][] এর পাশাপাশি, তাঁকে পবিত্র মসজিদ আল-হারামে শিক্ষা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।[][] তিনি ১৯৯৫ সাল থেকে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন,[][] এবং "শরিয়াহ এবং ইসলামিক স্টাডিজ" অনুষদের ডিন হিসাবে নামকরণ করা হয়েছে।[] ২০১০ সালের জুন মাসে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি বাকরি বিন মাতউক তাকে ফিকহ অধ্যাপকের পদ থেকে বিশেষজ্ঞ অধ্যাপক পদে উন্নীত করেন। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন।[]

৬ এপ্রিল ২০১৮-এ, সৌদি কর্তৃপক্ষ শুরাইমের টুইটার পৃষ্ঠাটি বন্ধ করে দেয় কারণ তিনি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক সমস্যা সম্পর্কে মন্তব্য পোস্ট করেছিলেন এবং তিনি যা বিশ্বাস করেন তা ইসলামী শিক্ষার লঙ্ঘন বলে সমালোচনা করেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.assabile.com/saud-shuraim-11/saud-shuraim.htm
  2. "ক্রাউন প্রিন্স নায়েফ সমাহিত হয়ায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন | সামনের পৃষ্ঠা | সৌদি গেজেট"। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৬ 
  3. স্টিভ (২৮ মে ২০১৫)। "ইমাম সৌদ আশ শুরাইম সম্পর্কে অজানা তথ্য"lifeinsaudiarabia। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  4. "মক্কার ইমামের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব"মিডল ইস্ট মনিটর। ৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  5. "ইমাম কাবা শেখ শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সৌদি"। এপ্রিল ৮, ২০১৮। সংগ্রহের তারিখ আগস্ট ২৭, ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা