সৌদি আরবের প্রশাসনিক অঞ্চল
সৌদি আরবে ১৩টি অঞ্চল বা প্রদেশ (আরবি: مناطق إدارية; মানাতিক ইদারিয়াহ, প্রচলিত উচ্চারণ: منطقة إدارية; মানতাকাহ ইরাদিয়া) রয়েছে।[১][২][৩] প্রত্যেকটি অঞ্চল বা প্রদেশ গভর্নরেটর (আরবি: محافظات; মুহাফাজাত, প্রচলিত উচ্চারণ: محافظة; মুহাফাজা) এ বিভক্ত এবং আঞ্চলিক বা প্রাদেশিক রাজধানী (আমানাহ) সমূহ মেয়র (আমিন) দ্বারা পরিচালিত। গভর্নরেটরগুলো আরও উপ-গভর্নরেটর (মারাকিজ, প্রচলিত উচ্চারণ: মারকাজ) এ বিভক্ত।
সৌদি আরবের প্রশাসনিক অঞ্চল مناطق المملكة العربية السعودية (আরবি) | |
---|---|
| |
শ্রেণি | একক রাষ্ট্র |
অবস্থান | সৌদি আরব |
সংখ্যা | ১৩ প্রদেশ |
জনসংখ্যা | ৩২০,৫২৪ (উত্তর সীমান্ত) – ৬,৯১৫,০০৬ (মক্কা) |
আয়তন | ৯,৯২০ কিমি২ (৩,৮৩১ মা২) (আল-বাহা) – ৬,৭২,৫২০ কিমি২ (২,৫৯,৬৬২ মা২) (পূর্বাঞ্চল প্রদেশ) |
সরকার |
|
উপবিভাগ |
|
প্রদেশসমূহ
সম্পাদনা১৯৩২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সৌদি আরবকে ছয়টি (প্রাথমিকভাবে পাঁচটি) প্রশাসনিক-আঞ্চলিক সত্তা, সৌদি আরবের প্রদেশসমূহে বিভক্ত করা হয়:[১] আছির প্রদেশ (দক্ষিণাঞ্চল), আল-হাসা প্রদেশ (পূর্বাঞ্চল), হেজাজ প্রদেশ (পশ্চিমাঞ্চল), নজদ প্রদেশ (মধ্যাঞ্চল), রুব আল-খালি প্রদেশ (দক্ষিণ-পূর্বাঞ্চল) এবং শাম্মার প্রদেশ (উত্তরাঞ্চল)। ১৯৮০ এর দশকে, শাম্মার প্রদেশ পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল থেকে তৈরি করা হয়েছিল।[১]
অঞ্চলসমূহ
সম্পাদনাঅঞ্চল | রাজধানী | আয়তন (বর্গ কি.মি.) |
জনসংখ্যা আদমশুমারী ২০১০ |
ঘনত্ব | গভর্নরেটর | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
নজদ অঞ্চল (মধ্যাঞ্চল) | |||||||||||||||||||
আল ক্বাসিম | বুরাইদা | ৫৮,০৪৬ | ১,২১৫,৮৫৮ | ১৭.৫ | ১১ | ||||||||||||||
রিয়াদ | রিয়াদ | ৪০৪,২৪০ | ৬,৭৭৭,১৪৬ | ১৩.৫ | ২০ | ||||||||||||||
হেজাজ অঞ্চল (পশ্চিমাঞ্চল) | |||||||||||||||||||
তাবুক | তাবুক | ১৪৬,০৭২ | ৭৯১,৫৩৫ | ৪.৭ | ৬ | ||||||||||||||
মক্কা | মক্কা মুকাররমা | ১৫৩,১২৮ | ৬,৯১৫,০০৬ | ৩৭.৯ | ১২ | ||||||||||||||
মদিনা | মদিনা মুনাওয়ারা | ১৫১,৯৯০ | ১,৭৭৭,৯৩৩ | ৯.৯ | ৭ | ||||||||||||||
উত্তরাঞ্চল | |||||||||||||||||||
উত্তর সীমান্ত | আরআর | ১১১,৭৯৭ | ৩২০,৫২৪ | ২.৫ | ৩ | ||||||||||||||
আল জওফ | সাকাকাহ | ১০০,২১২ | ৪৪০,০০৯ | ৩.৬ | ৩ | ||||||||||||||
হাইল | হাইল | ১০৩,৮৮৭ | ৫৯৭,১৪৪ | ৫.১ | ৪ | ||||||||||||||
দক্ষিণাঞ্চল | |||||||||||||||||||
আছির | আবহা | ৭৬,৬৯৩ | ১,৯১৩,৩৯২ | ২২.০ | ১২ | ||||||||||||||
আল বাহা | আল-বাহা | ৯,৯২১ | ৪১১,৮৮৮ | ৩৮.১ | ৭ | ||||||||||||||
জিজান | জিজান | ১১,৬৭১ | ১,৩৬৫,১১০ | ১০১.৬ | ১৪ | ||||||||||||||
নাজরান | নাজরান | ১৪৯,৫১১ | ৫০৫,৬৫২ | ২.৮ | ৮ | ||||||||||||||
পূর্বাঞ্চল | |||||||||||||||||||
পূর্বাঞ্চল প্রদেশ | দাম্মাম | ৬৭২,৫২২ | ৪,১০৫,৭৮০ | ৫.০ | ১১ | ||||||||||||||
সৌদি আরব | রিয়াদ | ২,১৪৯,৬৯০ | ২৭,১৩৬,৯৭৭ | ১০.৫ | ১১৮ | ||||||||||||||
1) আদমশুমারির প্রাথমিক ফলাফল (২০০৪-০৯-১৫) |
গভর্নরেটরসমূহের তালিকা
সম্পাদনানিচে প্রদেশ অনুসারে জনসংখ্যা (বন্ধনীতে) সহ গভর্নরেটরসমূহের তালিকা উল্লেখ করা হল (২৮ এপ্রিল, ২০১০ আদমশুমারী অনুসারে):
আছির প্রদেশ
সম্পাদনা- আবহা (৩৬৬,৫৫১)
- আহাদ রাফিদা (১১৩,০৪৩)
- খামিস মোশাইত (৫১২,৫৯৯)
- তাথলিথ (৫৯,১৮৮)
- দাহরান আল জুনুব (৬৩,১১৯)
- নামাস (৫৪,১১৯)
- বারেক্ব (৬০,০০০)
- বিশা (২০৫,৩৪৬)
- মাজারিদা (১০৩,৫৩১)
- মাহাইল (২২৮,৯৭৯)
- রোজাল (৬৫,৪০৬)
- সারাত আবিদা (৬৭,১২০)
আল ক্বাসিম প্রদেশ
সম্পাদনা- আইন ইবনে ফুহাইদ (২৬,৩৩৬)
- আর রাস (১৩৩,৪৮২)
- আল ফাওয়ারা (১০৯,৮১০)
- উনাইজা (১৬৩,৭২৯)
- উয়ুন আল জিওয়া (২৬,৫৪৪)
- নাবাহনিয়া (৪৮,৭৪৪)
- বাদাইয়া (৫৭,১৬৪)
- বুরাইদা (৬১৪,০৯৩)
- বুকাইরিয়া (৫৭,৬২১)
- মিছনাব (৪৪,০৪৩)
- রিয়াদ আল খাবরা (৩৪,৪৯৭)
- শিমাসিয়া (১০,৬০৫)
আল জওফ প্রদেশ
সম্পাদনা- ক্বুরাইয়াত (১৪৭,৫৫০)
- দুমাত আল জান্দাল (৪৯,৬৪৬)
- সাকাকাহ (২৪২,৮১৩)
- হাক্বল (২৭,৮৫৬)
আল বাহা প্রদেশ
সম্পাদনা- আক্বিক্ব (৪৭,২৩৫)
- আল বাহা (১০৩,৪১১)
- কাররা (৩১,৩৮০)
- ক্বিলওয়া (৫৮,২৪৬)
- বেলজুরাশি (৬৫,২২৩)
- মাখওয়া (৭০,৬৬৪)
- মানদাক্ব (৩৫,৬২৯)
উত্তর সীমান্ত প্রদেশ (আল হুদুদ আশ-শামালিয়াহ)
সম্পাদনা- আরআর (১৯১,০৫১)
- তুরাইফ (৪৮,৯২৯)
- রাফহা (৮০,৫৪৪)
জিজান প্রদেশ
সম্পাদনা- আবু আরিশ (১৯৭,১১২)
- আরিধা (৭৬,৭০৫)
- আহাদ আল মাসারিহা (১১০,৭১০)
- এদাবি (৬০,৭৯৯)
- জিজান (১৫৭,৫৩৬)
- দামাদ (৭১,৬০১)
- দারব (৬৯,১৩৪)
- দায়ের (৫৮,৪৯৪)
- ফারাসান (১৭,৯৯৯)
- বেইশ (৭৮,৪৪২)
- রীথ (১৮,৯৬১)
- সাবিয়া (২২৮,৩৭৫)
- সামতা (২০১,৬৫৬)
- হারিধা (১৮,৫৮৬)
তাবুক প্রদেশ
সম্পাদনা- আল ওয়াজ্জ (৪৪,৫৭০)
- উমলুজ (৬১,১৬২)
- তাবুক (৫৬৯,৭৯৭)
- তায়মা (৩৬,১৯৯)
- দুবা (৫১,৯৫১)
নাজরান প্রদেশ
সম্পাদনা- ইয়াদামা (১৬,৮৫১)
- খুবাশ (২২,১৩৩)
- থার (১৬,০৪৭)
- নাজরান (৩২৯,১১২)
- বদর আল জুনুব (১১,১১৭)
- শারুরা (৮৫,৯৭৭)
- হুবুনা (২০,৪০০)
পূর্বাঞ্চল প্রদেশ (আশ শারক্বিয়া)
সম্পাদনা- আল আহসা (১,০৬৩,১১২)
- ক্বাতিফ (৫২৪,১৮২)
- ক্বারইয়াত আল উলাইয়া (২৪,৬৩৪)
- খাফজি (৭৬,২৭৯)
- খারখির (৪,০১৫)
- খোবার (৫৭৮,৫০০)
- জুবাইল (৩৭৮,৯৪৯)
- দাম্মাম (৯০৪,৫৯৭)
- নাইরিয়া (৫২,৩৪০)
- বুক্বাইক্ব (৫৩,৪৪৪)
- রাস তানুরা (৬০,৭৫০)
- হাফার আল বাতেন (৩৮৯,৯৯৩)
মক্কা প্রদেশ
সম্পাদনা- কামিল (২১,৪১৯)
- ক্বুনফুদাহ (২৭২,৪২৪)
- খুলাইস (৫৬,৬৮৭)
- খোরমা (৪২,২২৩)
- জুমুম (৯২,২২২)
- জেদ্দা (৩,৪৫৬,২৫৯)
- তায়েফ (৯৮৭,৯১৪)
- তুরুবা (৪৩,৯৪৭)
- মক্কা মুকাররমা (১,৬৭৫,৩৬৮)
- রানইয়া (৪৫,৯৪২)
- রাবিঘ (৯২,০৭২)
- লিথ (128,529)
মদিনা প্রদেশ
সম্পাদনা- আল উলা (৬৪,৫৯১)
- ইয়ানবু (২৯৮,৬৭৫)
- খায়বার (৪৮,৫৯২)
- বদর (৬৩,৪৬৮)
- মদিনা মুনাওয়ারা (১,১৮০,৭৭০)
- মাহ্দ আদ্ দাহাব (৬২,৫১১)
- হেনাকিয়া (৫৯,৩২৬)
রিয়াদ প্রদেশ
সম্পাদনা
|
হাইল প্রদেশ
সম্পাদনা- খাজাইয়া (১০২,৫৮৮)
- বাক্বা (৪০,১৫৭)
- শিনান (৪১,৬৪১)
- হাইল (৪১২,৭৫৮)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ http://www.statoids.com/usa.html
- ↑ http://www.mofa.gov.sa/sites/mofaen/EServ/VisitingSaudiArabia/aboutKingDom/SaudiGovernment/Pages/AdministrativeDivision46464.aspx
- ↑ "The New Addressing" (ইংরেজি ভাষায়)। Saudi Post। ২০১৩। ৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৪।