সোহরাব উদ্দিন (কুষ্টিয়ার রাজনীতিবিদ)
বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-৩)
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩][৪]
সোহরাব উদ্দিন | |
---|---|
কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ২০০৮ | |
পূর্বসূরী | আবদুল খালেক চন্টু |
উত্তরসূরী | আবদুল খালেক চন্টু |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | আবদুল খালেক চন্টু |
উত্তরসূরী | খন্দকার রশিদুজ্জামান দুদু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১২ ফেব্রুয়ারি ১৯৫৩ সদর উপজেলা, কুষ্টিয়া, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাসোহরাব ১২ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলার সদর উপজেলায় (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাসোহরাব উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন তিনি।[৩][৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "সোহরাব উদ্দিন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৭।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮।
- ↑ "Most BNP men in Kushtia are with Delwar, 3 ex-MPs claim"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮।