সোনার কাজল

১৯৬২ সালের বাংলা চলচ্চিত্র

সোনার কাজল ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন কলিম শরাফীজহির রায়হান[৩][৪][৫][৬] প্রযোজনা করেছেন এস. এস. মাসুদ চৌধুরী। অভিনয়ে ছিলেন খলিলউল্লাহ খান, সুমিতা দেবী, সুলতানা জামান, সুভাষ দত্ত প্রমুখ।[৭][৮][৯][১০]

সোনার কাজল
পরিচালক
প্রযোজকএস. এস. মাসুদ চৌধুরী
রচয়িতাকলিম শরাফী
শ্রেষ্ঠাংশে
সুরকারকলিম শরাফী
চিত্রগ্রাহককিউ. এম. জামান
মুক্তি
  • ২৯ জানুয়ারি ১৯৬২ (1962-01-29)
দেশপূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
ভাষাবাংলা

পরিচালক হিসেবে এটি ছিল কলিম শরাফীর প্রথম চলচ্চিত্র। এর পূর্বে ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত আকাশ ও মাটি চলচ্চিত্রে তার কন্ঠে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত যুক্ত হয়।

অভিনয়েসম্পাদনা

নির্মাণ ইতিহাসসম্পাদনা

চলচ্চিত্রের কাহিনী মাথায় এলে কলিম শরাফী তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী শম্ভু মিত্রের সাথে যোগাযোগ করেন। তিনি কাহিনী শুনে এথেকে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করেন। এরপর তিনি জহির রায়হানের সাথে নির্মাণ বিষয়ে আলাপ করেন। চিত্রগ্রহণের জন্য নেওয়া হয় কে, এম, জামানকে।

এ চলচ্চিত্রের জন্য জহির রায়হান অভিনেতা আমিনকে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রযোজক মাসুদ চৌধুরীর অনুরোধে খলিলকে নিতে বাধ্য হন।[১১] তার সহযোগিতায় সোনার কাজল চলচ্চিত্রের মাধ্যমে খলিলের চলচ্চিত্রে অভিষেক ঘটে। খলিল আর আগে বেশ কয়েকটি নাটক ও মঞ্চে অভিনয় করেন।[১২][১৩][১৪] তার বিপরীতে অভিনয় করেন সুমিতা দেবী ও সুলতানা জামান।[১৫][১৬][১৭] এটি সুমিতা দেবীর অভিনীত ষষ্ঠ ছবি ও সুলতানা জামানের অভিনীত চতুর্থ চলচ্চিত্র।

সঙ্গীতসম্পাদনা

কলিম শরাফী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। খান আতাউর রহমান ও কলিম শরাফী চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দেন।[১৮]

পুরস্কার এবং সম্মাননাসম্পাদনা

সোনার কাজল চলচ্চিত্রটি ১৯৬৩ সালে "শ্রেষ্ঠ বাংলা ছবি" হিসেবে পাকিস্তানের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা 'নিগার পুরস্কার' লাভ করে।[১৯]

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Homage to Zahir Raihan"। thedailystar.net। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪ 
  2. "জহির রায়হান - গুনীজন.কম"। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 
  3. শামীমা আক্তার (২০১২)। "শরাফী, কলিম"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "Profiles of martyred intellectuals"। thedailystar.net। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪ 
  5. "জহির রায়হানের অন্তর্ধান দিবস"। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 
  6. "তার কণ্ঠের গান মুগ্ধতা বিলাবে অনন্তকাল"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Khalil a lifetime on the silver screen"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  8. শামীমা আক্তার (২০১২)। "জামান, সুলতানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  9. "খ্যাতনামা অভিনেতা পরিচালক সুভাষ দত্ত"। দৈনিক আজকের খবর। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  10. "The queen of silver screen in 60s"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪ 
  11. "খ লি ল -চলচ্চিত্রের মিয়াভাই"। আমাদের সময়। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  12. "হৃদয়ে বাজে খুশির বীণ"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  13. "৮০তে পা রেখেছেন অভিনেতা খলিল"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "আজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলিলের ৭৯তম জন্মদিন"। দৈনিক আলোকিত বাংলাদেশ। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  15. "নাজির আহমেদ আমাকে মিনাকুমারী বলে ডাকতেন ॥ সুলতানা জামান"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "রোমান্টিক নায়ক খলিল"। দৈনিক আমার দেশ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "সবার মাঝে আবার ফিরে এলাম : খলিল"। দৈনিক করতোয়া। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪ 
  18. "Khan Ataur Rahman: The eternal bohemian"। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪ 
  19. "Nigar Awaed 1962"। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগসম্পাদনা