কাজী খালেক

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা

কাজী খালেক (১৯১৫ - ১২ সেপ্টেম্বর ১৯৭০) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন। বেতার, টেলিভিশন, মঞ্চ নাটকের একজন শক্তিমান অভিনেতা এবং নির্দেশক ছিলেন তিনি। ঢাকার চলচ্চিত্র শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে। [১] ১৯৫৮ সালে ফতেহ লোহানী পরিচালিত "আসিয়া" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ঢাকাই চলচ্চিত্রে পদার্পণ করেন। এর আগে তিনি কলকাতার চলচ্চিত্রে স্বপন কুমার নাম নিয়ে কিছুকাল অভিনয় করেন। [২] ঢাকায় তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র এজে কারদার পরিচালিত "জাগো হুয়া সাভেরা"। অভিনয় জীবনে তিনি মোট ২৮ টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে তোমার আমার, সূর্যস্নান, সোনার কাজল, ধারাপাত, নদী ও নারী, ভাওয়াল সন্ন্যাসী, চাওয়া পাওয়া, নয়নতারা, নতুন দিগন্ত, এতটুকু আশা, বাল্যবন্ধু, অবাঞ্চিতযে আগুনে পুড়ি

কাজী খালেক
জন্ম১৯১৫
মৃত্যু১২ সেপ্টেম্বর ১৯৭০(1970-09-12) (বয়স ৫৪–৫৫)
অন্যান্য নামস্বপন কুমার
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন১৯৫৬ - ১৯৭০

প্রথম জীবন সম্পাদনা

কাজী খালেক ১৯১৫ ঢাকা জেলার বিক্রমপুরে (বর্তমান মুন্সীগঞ্জ জেলায়) জন্মগ্রহণ করেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র পরিচালক চরিত্র ভাষা মুক্তির তারিখ নোট
মানুষের ভগবান উদয়ন চৌধুরী

(ইসমাঈল মোহাম্মদ)

বাংলা কলকাতার চলচ্চিত্র
১৯৫৯ জাগো হুয়া সাভেরা এ. জে. কারদার উর্দু ৮ মে ১৯৫৯ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে নির্মিত
১৯৫৯ মাটির পাহাড় মহিউদ্দিন বাংলা ২৮ আগস্ট ১৯৫৯
১৯৬০ আসিয়া ফতেহ লোহানী বাংলা ৪ নভেম্বর ১৯৬০
১৯৬১ তোমার আমার মহিউদ্দিন বাংলা ১০ নভেম্বর ১৯৬১
১৯৬১ দূর হ্যায় সুখ ক্যা গাও এ. জে. কারদার উর্দু অসামাপ্ত, মুক্তি পায়নি
১৯৬১ বিষ কন্যা উদয়ন চৌধুরী বাংলা অসামাপ্ত, মুক্তি পায়নি
১৯৬২ সুর্যস্নান সালাউদ্দিন বাংলা ৫ জানুয়ারি ১৯৬২ [৩]
১৯৬২ সোনার কাজল কলিম শরাফী

জহির রায়হান

বাংলা ২৯ জানুয়ারি ১৯৬২ [৪][৫]
১৯৬৩ ধারাপাত সালাউদ্দিন স্কুল শিক্ষক বাংলা ২৭ ডিসেম্বর ১৯৬৩
১৯৬৪ এইতো জীবন জিল্লুর রহিম বাংলা ১৩ মার্চ ১৯৬৪
১৯৬৪ মেঘ ভাঙ্গা রোদ কাজী খালেক বাংলা ২ অক্টোবর ১৯৬৪ পরিচালক ও তিনি
১৯৬৪ মিলন রহমান উর্দু ৪ ডিসেম্বর ১৯৬৪
১৯৬৫ সাত রং ফতেহ লোহানী বাংলা ১৪ মে ১৯৬৫
১৯৬৫ নদী ও নারী সাদেক খান বাংলা ৩০ জুলাই ১৯৬৫
১৯৬৬ ভাওয়াল সন্যাসী রওনক চৌধুরী বাংলা ২ সেপ্টেম্বর ১৯৬৬
১৯৬৬ ভাইয়া কাজী জহির উর্দু ১৪ অক্টোবর ১৯৬৬
১৯৬৬ আবার বনবাসে রূপবান ইবনে মিজান বাংলা ৮ এপ্রিল ১৯৬৬
১৯৬৭ চাওয়া পাওয়া নারায়ণ ঘোষ মিতা বাংলা ১ সেপ্টেম্বর ১৯৬৭
১৯৬৭ নয়ন তারা কাজী জহির বাংলা ২৭ অক্টোবর ১৯৬৭
১৯৬৮ সখিনা নাজির আহমেদ বাংলা ৩ মে ১৯৬৮
১৯৬৮ নতুন দিগন্ত কারিগর বাংলা ৩ মে ১৯৬৮
আযান (উত্তরণ) ফজলুল হক বাংলা
১৯৬৮ এতটুকু আশা নারায়ণ ঘোষ মিতা বাংলা ২৮ জুন ১৯৬৮
১৯৬৮ বাল্যবন্ধু আমজাদ হোসেন বাংলা ১৪ আগস্ট ১৯৬৮
১৯৬৯ অবাঞ্চিত কামাল আহমেদ বাংলা ১৩ জুন ১৯৬৯
১৯৬৯ আলোর পিপাসা শওকত আকবর বাংলা ১৭ জুন ১৯৬৯
১৯৬৯ নীল আকাশের নিচে নারায়ণ ঘোষ মিতা বাংলা ১০ অক্টোবর ১৯৬৯
১৯৭০ যে আগুনে পুড়ি আমির হোসেন বাংলা ২ জানুয়ারি ১৯৭০
১৯৭০ সূর্য ওঠার আগে নাজমুল হুদা মিন্টু বাংলা ৯ জানুয়ারি ১৯৭০

মৃত্যু সম্পাদনা

কাজী খালেক ১৯৭০ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "মুক্তি পেল 'দ্য লাস্ট কিস'"দৈনিক ইত্তেফাক। ৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. আলম, মোঃ ফখরুল (মে ২০১১)। আমাদের চলচ্চিত্র (প্রথম সংস্করণ)। প্রকল্প পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আইএসবিএন 978-984-33-3613-2। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. "Homage to Zahir Raihan"। thedailystar.net। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪ 
  5. "জহির রায়হান - গুনীজন.কম"। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা