সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান
সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান (২১ জুন ১৯৩৫-১৩ এপ্রিল ২০২০) বাংলাদেশের বরগুনা জেলার বামনা উপজেলার রাজনীতিবীদ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান | |
---|---|
বরগুনা-২ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | আসন শুরু |
উত্তরসূরী | নুরুল ইসলাম মনি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২১ জুন ১৯৩৫ বামনা উপজেলা, বরগুনা জেলা |
মৃত্যু | ১৩ এপ্রিল ২০২০ অ্যাপোলো হাসপাতাল ঢাকা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি |
সন্তান | ৩ ছেলে ও ৪ মেয়ে |
আত্মীয়স্বজন | সৈয়দ কামরুল আহসান (চাচা) সৈয়দা সাজেদা চৌধুরী (চাচাতো বোন/দাদার ভাগ্নের মেয়ে) |
জন্ম ও বংশ পরিচয়
সম্পাদনাসৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান ২১ জুন ১৯৩৫ খ্রীষ্টাব্দে তৎকালীন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার বরগুনা মহকুমার একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মোসলমান জমিদার খান্দানে জন্মগ্রহণ করেছেন, যারা বামনার সৈয়দ খান্দান হিসাবে পরিচিত। তাঁর পরদাদার বাবা সৈয়দ মীর কাদের বখশ ফরিদপুর জেলার মালিদিয়া গাঁওয়ের বাসিন্দা ছিলেন। তাঁর পরদাদা সৈয়দ মীর সরওয়ার জান বৃহত্তর বরিশালের বামনা গাঁওয়ের তালুকদার খান্দানের হোসেনউদ্দীন চৌধুরীর মেয়ে আজিজুন নেসাকে বিয়ে করে অবশেষে রামনা-বামনা তালুকদারীর অধিকারী হন। তদনুসারে মালিদিয়ার সৈয়দ পরিবারের একটি শাখা বামনায় বসবাস শুরু করেন। সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসানের দাদার নাম ছিল সৈয়দ আবি মুহম্মদ এবং বাবার নাম ছিল সৈয়দ নজমুল আহসান। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তাঁর দাদার ভাগ্নে সৈয়দ শাহ হামিদ উল্লাহর মেয়ে।[২]
সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসানের বড় চাচা সৈয়দ জিয়াউল আহসান ছিলেন যুক্তফ্রন্টের সময় পূর্ববঙ্গ আইনসভার স্পীকার। তাঁর মেজো চাচা সৈয়দ মইনুল আহসান ছিলেন ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব শামিম আহসান তাঁর আপন চাচাতো ভাই। তাঁর ছোট চাচা সৈয়দ কামরুল আহসান ছিলেন পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য।[২]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাসৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি বামনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
মৃত্যু
সম্পাদনাইরতিজা আহসান ১৩ এপ্রিল ২০২০ সালে ঢাকার এপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "বামনার জমিদার চৌধুরী পরিবার"। বরিশাল বিভাগের ইতিহাস। ১। ঢাকা: ভাস্কর প্রকাশনী।
- ↑ "সাবেক সাংসদ ইরতিজা আহসান মারা গেছেন"। দৈনিক অধিকার। ১৪ এপ্রিল ২০২০। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।