সে আমার মন কেড়েছে

২০১২-এর চলচ্চিত্র

সে আমার মন কেড়েছে হচ্ছে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী মারপিট চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান ও প্রযোজনা করেছেন শাপলা কথাচিত্র।[১] চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানশ্রাবস্তী দত্ত তিন্নিআহমেদ শরীফ, মিশা সওদাগর এবং আলমগীর সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সে আমার মন কেড়েছে ২০১২ সালের ২০ আগস্ট মুক্তি পায়।[২] এটি মার্কিন চলচ্চিত্র ফ্রেঞ্চ কিস থেকে অনুপ্রাণিত।[তথ্যসূত্র প্রয়োজন]

সে আমার মন কেড়েছে
সে আমার মন কেড়েছে চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসোহানুর রহমান সোহান
প্রযোজকশাপলা কথাচিত্র
রচয়িতাঅনন্য মামুন
শ্রেষ্ঠাংশে
সুরকারশওকত আলী ইমন
পরিবেশকসন্ধানী কথাচিত্র
মুক্তি
  • ২০ আগস্ট ২০১২ (2012-08-20)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

সম্পাদনা

সে আমার মন কেড়েছে চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন

গান সংগীতশিল্পী গীতিকার টীকা
তুমি আমি আমি তুমি" কুমার বিশ্বজিৎরেজিয়া পারভিন
বাহির থেকে আসবেনা কেউ"
আমার থাকে যদি লক্ষ কোটি মন"
ও সাথীরে শুনো"
আমি ভালবাসার"

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ঈদের পাঁচ ছবি [Five Eid pictures]। Kaler Kantho। ২০১২। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Eid movies : Shakib Khan dominates market"। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯