সেলিম রেজা (সচিব)

বাংলাদেশের সাবেক সচিব

সেলিম রেজা (জন্ম: ১৯৬১ খ্রি.) বাংলাদেশের একজন সাবেক সচিব। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।[] বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

সেলিম রেজা
সার্বক্ষণিক সদস্য
জাতীয় মানবাধিকার কমিশন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ ডিসেম্বর ২০২২
রাষ্ট্রপতিআবদুল হামিদ
পূর্বসূরীড. কামাল উদ্দিন আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-12-29) ২৯ ডিসেম্বর ১৯৬১ (বয়স ৬২)
পাবনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

প্রাথমিক জীবন

সম্পাদনা

রেজা ১৯৬১ খ্রিষ্টাব্দে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিতে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্সে অংশগ্রহণ করেছেন।[][]

কর্মজীবন

সম্পাদনা

সেলিম রেজা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, নেজারত ডেপুটি কালেক্টর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র অ্যাসাইনমেন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) ছিলেন। পরবর্তীকালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) ও মহাপরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[][]

২০১৯ খ্রিষ্টাব্দে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন।[] তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির পদমর্যাদায় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রেলপথ মন্ত্রণালয়ের সচিব হলেন সেলিম রেজা"বার্তা২৪.কম। ৩০ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  2. "মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ ডিসেম্বর ২০২২। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  3. "প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা"বাংলা ট্রিবিউন। ২৪ সেপ্টেম্বর ২০১৯। ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  4. "সেলিম রেজার জীবনবৃত্তান্ত"রেলপথ মন্ত্রণালয়। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  5. "প্রবাসীকল্যাণের নতুন সচিব সেলিম রেজা"নয়া দিগন্ত। ২৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  6. "সেলিম রেজা প্রবাসীকল্যাণের নতুন সচিব, বিটিসির নতুন চেয়ারম্যান নূর-উর রহমান"নয়া দিগন্ত। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  7. "চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রেল সচিব সেলিম রেজা"যুগান্তর। ২৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  8. "মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন"সময় নিউজ। ৮ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২