সুলেইমান শাহ

উসমানীয় সাম্রাজ্যের প্রাক প্রতিষ্ঠাতা
(সুলায়মান শাহ থেকে পুনর্নির্দেশিত)

সুলেইমান শাহ (উসমানীয় তুর্কি: سلیمان شاه; আধুনিক তুর্কি: Süleyman Şah) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস অনুযায়ী কায়া আল্পের পুত্র এবং আরতুগ্রুলের পিতা। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের দাদা ছিলেন।[] তার সমাধি সিরিয়ার কালাত জা'বার বা তার নিকটবর্তী জায়গায় অবস্থিত।[] ১২১৪ সালে তিনি যখন মঙ্গোল আক্রমণের মুখে ৫০,০০০ শক্তিশালী বাহিণী নিয়ে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি "বে" হিসাবে তাঁর পিতার স্থলাভিষিক্ত হন। উত্তর ককেশাসে যাওয়ার পরে, হাজার হাজার কায়িরা ১২১৪ সালে এরজিনকান এবং আহলাতে বসতি স্থাপন করেছিল এবং অন্যান্য কায়ি গোষ্ঠীর কয়েকটি দিয়ারবাকির, মারদিন এবং উরফায় ছড়িয়ে পড়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন]

সুলেইমান শাহ
سلیمان شاه
কায়ি গোত্রের বে (প্রাক-উসমানীয় সাম্রাজ্য)
রাজত্ব১২১৪ - ১২২৭
পূর্বসূরিকায়া আল্প
উত্তরসূরিআরতুগ্রুল
জন্মমে, ১১৬৬[]
মৃত্যুজানুয়ারি, ১২২৭ (বয়স ৬০)
ফোরাত (আলেপ্পোর কাছে)
সমাধি
দাম্পত্য সঙ্গীহায়মা হাতুন
বংশধরআরতুগ্রুল
দুন্দার বে
গুন্দুগ্দু
সঙ্গুরতেকিন
পূর্ণ নাম
সুলেইমান শাহ বিন কায়া আল্প
পিতাকায়া আল্প
ধর্মসুন্নি ইসলাম

বিভিন্ন সূত্রে সুলেইমানকে ওসমান গাজী এবং তার পিতা আরতুগ্রুলের সাথে যুক্ত করেছে:

শুকরুল্লাহর বেহজাতুত তাওয়ারিখ এ সুলেইমানের বংশধর:[]

ওঘুজ
গোকাল্প
কিজিল বোগা
কায়া আল্প
সুলেইমান শাহ
আরতুগ্রুল
উসমান গাজী


ওরুক বে'র ওরুক বে তারিহি অনুসারে সুলেইমানের বংশধর:[]

ওঘুজ
গুনহান
কায়ি খান
৩৫ প্রজন্ম
গোকাল্প
বসাক
তেমুর
সুগানচাফ
বাকী আগা
বেশুঙ্কুর
কায়িটনুন
তুগার
আকুলুগ আগা
ইগ্লা
বায়তুর
কিজিল বুগা
কায়া আল্প
সুলেইমান শাহ
আরতুগ্রুল
প্রথম উসমান


হাসান ইবনে মাহমুদ আল-বায়াতির কাম-ই সেম-আইন এ সুলেইমানের বংশধর:[]

কায়া আল্প
সুলেইমান শাহ
আরতুগ্রুল
সাভসি বেপ্রথম উসমানগুন্ডুজ বে


আসিকপাসাজাদে এর আসিকপাসাজাদের ইতিহাস এ সুলেইমানের বংশধর:[]

ওঘুজ
কায়াক আল্প
গোকাল্প
বাসুক
কায়া আল্প
সুলাইমান
আরতুগ্রুল
সাভসি বেপ্রথম উসমানগুন্দুজ বে
বে-হোকাআই-ডোগডু


নেসরির কিতাব-ই সিহানুমায় সুলেইমানের বংশধর:[]

সুলেইমান শাহ
সুঙ্গুরতেকিন বেআরতুগ্রুলগুন্ডোগদুদুন্দার বে
সাভসি বেপ্রথম উসমানগুন্দুজ বে


আশিকপাসাজাদে-এর ইতিহাসের চতুর্দশ অধ্যায়ে, প্রথম উসমান দাবি করেন যে, তিনি "সুলায়মান ইবনে কায়া আল্প" এর পরিবর্তে গোকাল্প এবং রুম সালতানাতের প্রতিষ্ঠাতা সুলাইমান ইবনে কুতুলমিশের বংশধর।[] এরহান আফিয়নকু দাবি করেছেন যে, সুলেইমান শাহের সমাধিতে সুলেইমান শাহ এর পরিচয় অজানা।[]

অপারেশন শাহ ফোরাত

সম্পাদনা

২০১৫ সালের শুরুর দিকে সিরিয়ার গৃহযুদ্ধের সময়, ২০১৫ সালের ২১-২২ ফেব্রুয়ারি রাতে সমাধির ৪০ জন রক্ষীকে সরিয়ে নিতে এবং সুলেইমান শাহের সমাধি স্থানান্তরের জন্য প্রায় ১০০ জনের ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যানসহ একটি তুর্কি সামরিক বহর সিরিয়ায় প্রবেশ করে।

সমাধিটি এখন অস্থায়ীভাবে তুরস্ক-নিয়ন্ত্রিত অঞ্চলে সিরিয়ার ২০০ মিটার অভ্যন্তরে, আইন আল-আরবের ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিমে এবং ফোরাত নদীর ৫ কিমি (৩.১ মাইল) পূর্বে, তুর্কি গ্রাম এসমেসি থেকে ২ কিলোমিটার (১.২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তুর্কি সরকার হাইলাইট করেছে যে স্থানান্তরটি অস্থায়ী, এবং এটি সমাধিস্থলের অবস্থানের কোনও পরিবর্তন গঠন করে না।

কাল্পনিক চরিত্র

সম্পাদনা

সেরদার গোখান তুর্কি টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল-এ সুলেমান শাহ চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি প্রথম মরসুমে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এবং কুরুলুস: উসমান-এ যেখানে তিনি ত্রয়োদশ পর্বে একটি ক্ষণিক চরিত্রাভিনয় করেছিলেন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Biography of Suleyman Shah" [সুলেইমান শাহের জীবনী]। biyografi.info (তুর্কি ভাষায়)। ১৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০ 
  2. সোর্ডেল, ডি. (২০০৯)। "ḎJ̲abar or Ḳalat ḎJ̲abar"। পি. বিয়ারম্যান; থ. বিয়ানকুইস; সি.ই. বসওয়ার্থ; ও অন্যান্য। এনসাইক্লোপিডিয়া অব ইসলাম (২য় সংস্করণ)। ব্রিল অনলাইন। 
  3. ইনালসিক, হালিল, ২০০৭; পৃষ্ঠা ৪৮৭
  4. মানব, বেকির (২০১৭)। Ertuğrul Gazi [আরতুগ্রুল গাজী] (তুর্কি ভাষায়)। পেরগোল পাবলিকেশন্স। পৃষ্ঠা ৫৪। আইএসবিএন 978-6052-394-23-6। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০ 
  5. ইনালসিক, হালিল, ২০০৭; পৃষ্ঠা ৪৮৮
  6. ইনালসিক, হালিল, ২০০৭; পৃষ্ঠা ৪৮৯
  7. ইনালসিক, হালিল, ২০০৭; পৃষ্ঠা ৪৯০
  8. আশিকপাশাজাদে, আশিকপাশাজাদে এর ইতিহাস; এবং ইনালসিক, হালিল (২০০৭)। "Osmanlı Beyliği'nin Kurucusu Osman Beg (Osman Beg, The founder of Ottoman Dynasty)" [ওসমান বে, উসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা]। বেলেটাইন (তুর্কি ভাষায়)। আঙ্কারা। (২৬১): ৫০৩। ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  9. এরহান আফিয়নকু, উসমানীয় সাম্রাজ্য, পৃষ্ঠা ৩৩–৩৪, ইয়েডিটেপ পাবলিকেশন্স, ইস্তাম্বুল, ২০১১।