সুলতান উদ্দিন ভূঞা

বাংলাদেশী কৃষিতত্ত্ববিদ ও শিক্ষাবিদ

সুলতান উদ্দিন ভূঞা একজন বাংলাদেশী কৃষিতত্ত্ববিদ ও শিক্ষাবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কিশোরগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। ২০২১ সালে তিনি ইউজিসি অধ্যাপক নিযুক্ত হন।[১][২]

অধ্যাপক ড.
সুলতান উদ্দিন ভূঞা
উপাচার্য
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
২ মার্চ ২০১৭ – ১ মার্চ ২০২১
উত্তরসূরীপ্রিয় ব্রত পাল
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষা সম্পাদনা

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

সুলতান উদ্দিন ভূঞা দীর্ঘকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেছেন। ২০১৬ সালে তিনি অবসর লাভ করেন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি বাকৃবি’র প্রভোস্ট, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সংস্থার পরামর্শকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সুলতান উদ্দিন ভূঞা ২০১৭ সালের ২ মার্চ থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইউজিসি অধ্যাপক নিযুক্ত হন।[৩][৪][৫]

প্রকাশনা সম্পাদনা

কৃষি বিজ্ঞানের উপর বেশ কয়েকটি বই রচনার পাশাপাশি তিনি দেড়শতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন।[৩]

সদস্য সম্পাদনা

সুলতান উদ্দিন ভূঞা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি'র বিদায় সংবর্ধনা"মানবজমিন। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  2. "ইউজিসি প্রফেসর হলেন ৩ অধ্যাপক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  3. "ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য" (পিডিএফ)ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  4. "ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিদায় সংবর্ধনা"কিশোরগঞ্জ নিউজ। ৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  5. "'ইউজিসি প্রফেসর' হলেন তিন অধ্যাপক"প্রথম আলো। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২