সুবীর বন্দ্যোপাধ্যায়
সুবীর বন্দ্যোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা। তিনি সত্যজিৎ রায়ের অপু ত্রয়ীর প্রথম কিস্তি পথের পাঁচালীতে অপু চরিত্রে অভিনয় করেন। তার আংশিক জীবনী নিয়ে অপুর পাঁচালী চলচ্চিত্র নির্মিত হয়।
সুবীর বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫২-১৯৫৪ |
উল্লেখযোগ্য কর্ম | পথের পাঁচালী |
পথের পাঁচালী: ১৯৫২ - ১৯৫৪
সম্পাদনাপথের পাঁচালী চলচ্চিত্রের প্রাক-নির্মাণকালে সত্যজিৎ রায় অপু চরিত্রের জন্য পাঁচ থেকে সাত বছরের শিশুর সন্ধানে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনের মারফতে কয়েকটি ছেলে অডিশন দিতে আসে, কিন্তু কোন ছেলেকেই সত্যজিৎ রায়ের পছন্দ হয়নি। অবশেষে সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তাদের অ্যাপার্টমেন্টের নিকটে আরেকটি ভবনের ছাদে একটি ছেলেকে খেলতে দেখেন। সুবীর বন্দ্যোপাধ্যায় নামে এই ছেলেটিকে অবশেষে অপুর চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।[১] সুবীর কলকাতার লেক অ্যাভিনিউতে বসবাস করতেন। তার পিতার সম্মতিতে তিনি চরিত্রে অভিনয় করেন। সত্যজিৎ রায় তার পিতাকে বলেছিলেন, "আজ আপনার ছেলে বা আমাকে কেউ চেনে না। কিন্তু আমি এমন একটি চলচ্চিত্র বানাবো যে তা বাংলা চলচ্চিত্রকে পরিবর্তন করে দেবে। তারপর সারা বাংলা আমাদের দুজনকেই চিনবে।" এই কথাগুলো তার পিতাকে রাজি করাতে বাধ্য করে। এরপর ১৯৫২ থেকে ১৯৫৪ সালের মধ্যে এক বছরের বিরতি নিয়ে চিত্রগ্রহণ চলে।[২]
জনপ্রিয় সংস্কৃতিতে
সম্পাদনাসুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনী অবলম্বনে বাংলা চলচ্চিত্র অপুর পাঁচালী নির্মিত হয়েছে।[৩][৪] পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই চলচ্চিত্রটির জন্য ২০১৩ সালের নভেম্বরে ৪৪তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন।[৫] পরিচালক এক সাক্ষাৎকারে বলে তিনি সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনের খণ্ডাংশের সাথে অপু চরিত্রের সাদৃশ খুঁজে পেয়েছিলেন। চলচ্চিত্রটিতে সুবীরের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং তার বয়স্ক চরিত্রে অভিনয় করেন অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রবিনসন ১৯৮৯, পৃ. ৭৮-৮০।
- ↑ "Golden memories of 50 years ago"। দ্য টেলিগ্রাফ। ১৫ মার্চ ২০০৫। ৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ "Kaushik Ganguly's next film on Pather Panchali's child artiste" (ইংরেজি ভাষায়)। এনডিটিভি। ১৩ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ গাঙ্গুলি, রুমন; ঘোষ, মধুশ্রী (২৯ মার্চ ২০১৩)। "Parambrata starts shooting for Apur Panchali"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৩-১১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ "Kaushik Ganguly named Best Director for Apur Panchali at IFFI 2013" (ইংরেজি ভাষায়)। ডিয়ার সিনেমা। ৩০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ গাঙ্গুলি, রুমন; ঘোষ, মধুশ্রী (১৩ মার্চ ২০১৩)। "Param to play Apu"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০১৩-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- রবিনসন, অ্যান্ড্রু (১৯৮৯)। Satyajit Ray: The Inner Eye । ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। পৃষ্ঠা 79। আইএসবিএন 978-0-520-06946-6।