সুনামপুর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের অন্তর্ভুক্ত।[২]

সুনামপুর
গ্রাম
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
সুনামপুর
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′১৯″ উত্তর ৯২°০৩′৫৬″ পূর্ব / ২৪.৮০৫৩০৩° উত্তর ৯২.০৬৫৫৬৯° পূর্ব / 24.805303; 92.065569
দেশবাংলাদেশ
বিভাগসিলেট
জেলাসিলেট
উপজেলাগোলাপগঞ্জ
ইউনিয়নঢাকাদক্ষিন
জনসংখ্যা [১]
 • মোট২,৮৩১
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০)

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

সুনামপুর গ্রামটি দুইদিক দিয়ে নদী বেষ্টিত। গ্রামের উত্তর-পূর্ব দিক থেকে কুশিয়ারা ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে কুড়া নদী বা রাধাজুড়ি খাল প্রবাহিত হয়েছে। সুনামপুর গ্রামের উত্তরে চন্দরপুর, পশ্চিমে ইসলামপুর, পূর্বে আহমেদপুর এবং দক্ষিণে রায়গড় অবস্থিত।

জনউপাত্ত সম্পাদনা

সুনামপুর গ্রামের মোট জনসংখ্যা ২,৮৩১ জন।[১]

শিক্ষা ও সংস্কৃতি সম্পাদনা

সুনামপুর গ্রামে দুইটি বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৫টি মসজিদ, ২টি ইদগাহ এবং ৩টি কবরস্থান রয়েছে।

যোগাযোগ সম্পাদনা

সুনামপুর সিলেট শহর থেকে সড়কপথে ২৮ কিলোমিটার পূর্বে অবস্থিত। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে সুনামপুরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। সুনামপুর বিয়ানীবাজার থেকে ১৩ কিলোমিটার, সুতারকান্দি সীমান্ত থেকে ২৭ কিলোমিটার, বড়লেখা থেকে প্রায় ৩০ কিলোমিটার এবং জুড়ী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

গ্রামের পূর্ব দিকে কুশিয়ারা নদীর ওপর ১৯৯৯ সালে সুনামপুর-চন্দরপুর সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হলেও ২০১৫ সালে কাজ শেষে উদ্বোধন করা হয়।[৩] সেতুটি জুড়ী, বড়লেখাবিয়ানীবাজারকে গোলাপগঞ্জসিলেট শহরের সাথে সংযুক্ত করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঢাকাদক্ষিন ইউনিয়ন: গ্রামভিত্তিক লোকসংখ্যা"জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ৩০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০ 
  2. "Population Census 2011: Sylhet Table C-01" (পিডিএফ)Bangladesh Bureau of Statistics। অক্টোবর ১০, ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১১, ২০১৪ 
  3. উদ্দিন, নাসির (২০ আগস্ট ২০১৫)। "সিলেটের সুনামপুর-চন্দরপুর সেতুর উদ্বোধন"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২০