ঢাকাদক্ষিণ ইউনিয়ন
ঢাকাদক্ষিণ ইউনিয়ন (সিলেটি: ꠑꠣꠇꠣꠖꠇ꠆ꠈꠤꠘ) বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২][৩]
ঢাকাদক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ঢাকাদক্ষিণ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৮.৯৯৯″ উত্তর ৯২°২′৪.৯৯৯″ পূর্ব / ২৪.৮১০৮৩৩০৬° উত্তর ৯২.০৩৪৭২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোলাপগঞ্জ উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৬২ |
সরকার | |
• চেযারম্যান | শেখ মোহাম্মদ আব্দুর রহিম |
আয়তন | |
• মোট | ২৮.৮৬ বর্গকিমি (১১.১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩৪,২২৭ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩১৬১ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩৮ ২৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থানসম্পাদনা
গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় সাত কি.মি.দক্ষিণ-পূর্বে পাহাড়-টিলা-নদী বেষ্টিত ঢাকাদক্ষিণ ইউনিয়ন অবস্থিত। এর পূর্বে বুধবারী বাজার এবং উত্তর বাদেপাশা ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়ন, উত্তরে আমুড়া ও গোলাপগঞ্জ পৌরসভা অবস্থিত।[১][২]
ইতিহাসসম্পাদনা
ঐতিহ্যের সমৃদ্ধ এক জনপদের নাম ঢাকাদক্ষিণ। সিলেটের প্রাচীন ব্যবসা কেন্দ্র ঢাকাদক্ষিণ ইউনিয়ন। ধর্ম-রাজনীতি-মুক্তিযুদ্ধ প্রভৃতি কারণে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই ইউনিয়নটি। মুঘল আমলে বর্তমান গোলাপগঞ্জ উপজেলার আয়তনাধীন এলাকার রাজস্ব আদায়-উশুল তহবিলের ঘাঁটি ছিল বর্তমান ঢাকাদক্ষিণ। ইংরেজ আমলে হেতিমগঞ্জ এলাকায় থানা সদর স্থাপিত হলে ঢাকাদক্ষিণ তার প্রশাসনিক গুরুত্ব হারায়। ঐতিহাসিক বাণী প্রসন্ন মিশ্রের মতে, “ঢাকাদক্ষিণ যদিও শহর নয় তথাপি একে গ্রাম-সমষ্টি ও বলা যাবেনা। দেশভাগের আগেই এখানে পোস্টঅফিস, ডাকবাংলো, ডিসপেনসারি, সাবরেজিষ্ট্রি অফিস ছিল। ”১৯৪৭ সালে ঢাকাদক্ষিণ পাকিস্থানের অন্তর্ভুক্ত হয়, ১৯৬২ সালে ইউনিয়ন পরিষদ হিসেবে প্রতিষ্টিত হয়।[৪][১][২][৩]
গ্রামসমূহসম্পাদনা
উল্লেখযোগ্য গ্রামসমূহ- রায়গড়, দত্তরাইল, বারকোট, কানিশাইল ও আংশিক নালীউরি (দক্ষিণ কানিশািইল), মিশ্রপাড়া, নগর, আংশিক বাদ খর্দ্দাপাড়া, সুনামপুর, ইসলামপুর, আংশিক নিশ্চিন্ত। [১]
মৌজাসমূহঃ বারকোট, চিটা বাদ খরদা পাড়া, চিটা বাদ নিশ্চিন্ত, দত্তরাইল, রায়গড়, চিটা বাদ কানিশাইল, চিটা নালিউরি।
শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান-[১]
- ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ[৫][৬]
- ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজ;
- ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
- বি, এন, কে হাই স্কুল এন্ড কলেজ, নিশ্চিন্ত (খরদা পাড়া)।
- নিশ্চিন্ত হাজী আব্দুস সহীদ মহিলা আলিম মাদ্রাসা
দর্শনীয় স্থানসম্পাদনা
- শ্রী শ্রী চৈতন্যদেবের বাড়ি ও মন্দির;
- জমিদার কালিকা প্রসাদ চৌধুরীর বাড়ি
- পাঁচপীরের মাজার
- বড়পোতার মোকামটিলা (রায়গড়)
- কানিশাইল শিববাড়ী
- কানিশাইল হযরতের মোকাম
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
- চৈতন্য মহাপ্রভু, বৈষ্ঞব ধর্মের প্রবর্তক
- ড. ইফতেখার আহমদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।
- ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান।
- লে. জেনারেল (অব.)হাসান মশহুদ চৌধুরী, সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান।
- ইছমাইল আলী, নানকার বিদ্রোহের অগ্রনায়ক।
- ড. কালীপদ দত্ত চৌধুরী, বিশ্ববিখ্যাত ধনকুবের।[৭]
- ড. এম.আর.চৌধুরী, সমগ্র পূর্ব পাকিস্তানের প্রথম এফ.আর.সি.এস ডাক্তার। (প্রয়াত)
- ডা. রঞ্জিত কুমার দে, বাংলাদেশ স্বাস্থ্যবিভাগের সাবেক মহাপরিচালক।
- ড. মইন উদ্দিন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী।
- গিয়াস উদ্দিন চৌধুরী, ব্রিটিশ ও পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা।
- ড. আতাউর রহমান, বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট রম্যলেখক।
- আব্দুল মালেক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা-বীরপ্রতীক।
- ড. অশোক বিজয় রাহা, বিশ্ববিখ্যাত রবীন্দ্র গবেষক ও রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক রবীন্দ্র অধ্যাপক।[৮]
চেয়ারম্যানগণের তালিকাসম্পাদনা
বর্তমান চেয়ারম্যান: শেখ মোহাম্মদ আব্দুর রহিম
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মো: মফিদ উদ্দিন আহমদ(ধন মিয়া) | ০১/০৭/১৯৬২ হতে ৩১/১২/১৯৬৭ |
০২ | কালীপদ দত্ত চৌধুরী | ০১/০৭/১৯৬৮ হতে ৩০/১০/১৯৭০ |
০৩ | মো: আব্দুল মতিন (চাঁন মিয়া) | ২২/০৩/১৯৭৪ হতে ৩১/০১/১৯৭৭ |
০৪ | আবুল বসর মো: সদরুল উলা চৌধুরী | ০১/০২/১৯৭৭ হতে ১০/০২/১৯৮৪ |
০৫ | মো: আব্দুল মতিন(চাঁন মিয়া) | ১১/০২/১৯৮৪ হতে ০৫/১০/১৯৮৮ |
০৬ | আবুল বসর মো: সদরুল উলা চৌধুরী | ০৬/১০/১৯৮৮ হতে ৩১/০৫/১৯৯২ |
০৭ | মো: সিরাজুল হক | ০১/০৬/১৯৯২ হতে ২১/১১/১৯৯৯ |
০৮ | মো: মজির উদ্দিন চাকলাদার | ১৮/০৫/২০০০ হতে ৩০/০৮/২০১৬ |
১১ | শেখ মোহাম্মদ আব্দুর রহিম[১] | ২৬/০৫/২০১৬ - বর্তমান |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ ঢাকাদক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ ক খ গ বাংলাপিডিয়া
- ↑ ক খ গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
- ↑ "আজ ঢাকাদক্ষিণ হানাদার মুক্ত দিবস"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৩।
- ↑ "ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের জন্ম কথা : খায়রুল ইসলাম সুহেব"। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১।
- ↑ "দৈনিক ডেসটিনি"। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।
- ↑ ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশির ৪ কিলোমিটারজুড়ে বাড়ি
- ↑ "ঢাকাদক্ষিণ ইউনিয়ন"।
আরও দেখুনসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- বাংলাপিডিয়া;
- আমাদের সিলেট;
- ঢাকাদক্ষিণ ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন;