সুধীরকুমার সেন

বাঙালি শিল্পপতি
(সুধীর কুমার সেন থেকে পুনর্নির্দেশিত)

সুধীরকুমার সেন (২২ ফেব্রুয়ারি ১৮৮৮ - ২৮ আগস্ট ১৯৫৯) ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশে অন্যতম পথিকৃৎ। বর্তমান বাংলাদেশের বরিশালে বাসন্ডায় জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি কলকাতার বিখ্যাত চিকিৎসক ড. নীলরতন সরকারের সম্পর্কে জামাতা ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অনুপ্রেরণায় ব্যবসায় ব্রতী হন। পশ্চিমবঙ্গের আসানসোলে কন্যাপুরে ১৯৫২ সালে সেন-র‍্যালে সাইকেল কারখানা প্রতিষ্ঠা করেন। এছাড়াও ড. নীলরতন সরকারের অনুরোধে ১৯৪১ সালে ন্যাশনাল ট্যানারির কর্মভার হাতে নেন এবং উন্নতি সাধন করেন।[১]

সুধীরকুমার সেন
জন্ম(১৮৮৮-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৮৮৮
মৃত্যু২৮ আগস্ট ১৯৫৯(1959-08-28) (বয়স ৭১)
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাস্নাতক (ইংরেজি), কলিকাতা বিশ্ববিদ্যালয়
পেশাশিল্পপতি
কর্মজীবন১৯০৯ - ১৯৫৯
প্রতিষ্ঠানসেন-র‍্যালে সাইকেল কারখানা
পরিচিতির কারণভারতে সাইকেল নির্মাণ ও বিকাশে অন্যতম পথিকৃৎ
উল্লেখযোগ্য কর্ম
  • ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল প্রচলন (১৯১৭)
  • সেন-র‍্যালে সাইকেল কারখানা প্রতিষ্ঠা (১৯৫২)
পিতা-মাতা
  • চণ্ডীচরণ সেন (পিতা)
  • বামাসুন্দরী দেবী (মাতা)
পরিবারড.নীলরতন সরকার

কর্ম জীবন সম্পাদনা

তিনি রাম চন্দ্র পন্ডিতের সহায়তায় ১৯০৯ সালে সেন অ্যান্ড পণ্ডিত কোং প্রতিষ্ঠা করেন এবং তার কিছু দিনের মধ্যেই তিনি কোম্পানির মালিকানা পেয়ে যান। এরপর ১৯১৭ সালে ভারতে সাইকেলের প্রচলনের জন্য ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এরপর ১৯১২ সালে ইংল্যান্ডে বিলিতি সাইকেল শিল্পপতিদের আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে যোগ দেন। এরপর থেকে প্রতিবছর ইংল্যান্ড, জার্মানী, আমেরিকা সহ বিভিন্ন দেশে সেলস ও মার্কেটিংয়ের জন্য পরিভ্রমণ করতেন। ১৯৫৮ সালের ২৮ আগস্ট জার্মানীতে পরিভ্রমণকালীন তার জীবনাবসান হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা