সুতোমু হতা

জাপানের প্রধানমন্ত্রী

সুতোমু হতা (羽田 孜, Hata Tsutomu , ২৪ আগস্ট ১৯৩৫ - ২৮ আগস্ট ২০১৭) একজন জাপানি রাজনীতিবিদ। তিনি ১৯৯৪ সালে নয় সপ্তাহ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরপরই, জাপানি সোশ্যালিস্ট পার্টি সরকার ছেড়ে চলে যায়, যার ফলে তিনি অফিস থেকে তাড়াতাড়ি প্রস্থান করেন। তিনি নিম্নকক্ষের সদস্য ছিলেন। তিনি ১৪ বার নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালে অবসর গ্রহণ করেন।[২]

সুতোমু হতা
羽田 孜
সরকারি প্রতিকৃতি, ১৯৯৪
জাপানের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
২৮ এপ্রিল ১৯৯৪ – ৩০ জুন ১৯৯৪
সার্বভৌম শাসকআকিহিতো
পূর্বসূরীমোরিহিরো হোসোকাওয়া
উত্তরসূরীতোমিচি মুরায়ামা
জাপানের উপ-প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৯ আগস্ট ১৯৯৩ – ২৮ এপ্রিল ১৯৯৪
প্রধানমন্ত্রীমোরিহিরো হোসোকাওয়া
পূর্বসূরীমাসাহারু গোতোদা
উত্তরসূরীইয়োহি কনো
পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
৯ আগস্ট ১৯৯৩ – ২৮ এপ্রিল ১৯৯৪
প্রধানমন্ত্রীমোরিহিরো হোসোকাওয়া
পূর্বসূরীকাবুন মুতো
উত্তরসূরীকোজি কাকিজাওয়া
অর্থ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৫ নভেম্বর ১৯৯১ – ১২ ডিসেম্বর ১৯৯২
প্রধানমন্ত্রীকিচি মিয়াজাওয়া
পূর্বসূরীতোশিকি কাইফু (ভারপ্রাপ্ত)
উত্তরসূরীইয়োশিরো হায়াশি
কৃষি, বন ও মৎস্যমন্ত্রী
কাজের মেয়াদ
২৭ ডিসেম্বর ১৯৮৮ – ৩ জুন ১৯৮৯
প্রধানমন্ত্রীনোবোরু তাকেশিতা
পূর্বসূরীতাকাশি সাতো
উত্তরসূরীহিসাও হোরিনোচি
কাজের মেয়াদ
২৮ ডিসেম্বর ১৯৮৫ – ২২ জুলাই ১৯৮৬
প্রধানমন্ত্রীইয়াসুহিরো নাকাসোনে
পূর্বসূরীমরিয়োশি সাতো
উত্তরসূরীমুতসুকি কাতো
নাগানো তৃতীয় জেলার প্রতিনিধি পরিষদের সদস্য
নাগানো দ্বিতীয় জেলা (১৯৬৯–১৯৯৬)
কাজের মেয়াদ
২৭ ডিসেম্বর ১৯৬৯ – ১৬ ডিসেম্বর ২০১২
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৫-০৮-২৪)২৪ আগস্ট ১৯৩৫
টোকিও, জাপান সাম্রাজ্য
মৃত্যু২৮ আগস্ট ২০১৭(2017-08-28) (বয়স ৮২)
টোকিও, জাপান
রাজনৈতিক দলডেমোক্রেটিক পার্টি (২০১৬) (২০১৬–২০১৭)
অন্যান্য
রাজনৈতিক দল
এলডিপি (১৯৬৯–১৯৯২)
রিনিয়াল পার্টি (১৯৯২–১৯৯৪)
এনএফপি (১৯৯৪–১৯৯৬)
সান পার্টি (১৯৯৬–১৯৯৮)
জিজিপি (১৯৯৮)
ডিপিজে (১৯৯৮–২০১৬)
দাম্পত্য সঙ্গীআয়াকো হতা
সন্তানউইচিরো হতা
প্রাক্তন শিক্ষার্থীসিজো বিশ্ববিদ্যালয়
স্বাক্ষর

প্রারম্ভিক জীবন সম্পাদনা

হতা ১৯৩৫ সালের ২৪ আগস্ট টোকিওতে জন্মগ্রহণ করেন।[৩] তার বাবা বুশিরো হতা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য। হতা সিজো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ওদাকিউ বাস কোম্পানিতে নিযুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবন ও মৃত্যু সম্পাদনা

হতার ছেলে, উইচিরো (১৯৬৭-২০২০), জাপানের কাউন্সিলর হাউসের সদস্য ছিলেন। তিনি ৪ জুন ২০১২ তারিখে ভূমি, অবকাঠামো, পরিবহন এবং পর্যটন মন্ত্রী নিযুক্ত হন।[৪]

হতা তার ৮২ তম জন্মদিনের চার দিন পর ২৮ আগস্ট ২০১৭-এ টোকিওতে মারা যান।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Constructive Chaos in Japan"The New York Times। ২৯ জুন ১৯৯৪। ১৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১০ 
  2. DPJ website Tsutomu Hata – Profile 2011[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Retrieved on 12 August 2012
  3. Sanger, David (এপ্রিল ২৩, ১৯৯৪)। "Man in the News; Cautious Leader in Japan: Tsutomu Hata"The New York Times। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৬ 
  4. Prime Minister of Japan and His Cabinet website The Cabinet – Yuichiro Hata Retrieved on 15 August 2012
  5. "Former Prime Minister Tsutomu Hata dies at 82"The Japan Times। ২৮ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
মরিয়োশি সাতো
কৃষি, বন ও মৎস্যমন্ত্রী
১৯৮৫–১৯৮৬
উত্তরসূরী
মুতসুকি কাতো
পূর্বসূরী
তাকাশি সাতো
কৃষি, বন ও মৎস্যমন্ত্রী
১৯৮৮–১৯৮৯
উত্তরসূরী
হিসাও হোরিনোচি
পূর্বসূরী
তোশিকি কাইফু
অর্থমন্ত্রী
১৯৯১–১৯৯২
উত্তরসূরী
ইয়োশিরো হায়াশি
পূর্বসূরী
কাবুন মুতো
পররাষ্ট্রমন্ত্রী
১৯৯৩–১৯৯৪
উত্তরসূরী
কোজি কাকিজাওয়া
পূর্বসূরী
মাসাহারু গোতোদা
জাপানের উপ-প্রধানমন্ত্রী
১৯৯৩–১৯৯৪
উত্তরসূরী
ইয়োহি কনো
পূর্বসূরী
মোরিহিরো হোসোকাওয়া
জাপানের প্রধানমন্ত্রী
১৯৯৪
উত্তরসূরী
তোমিচি মুরায়ামা