সীতারাম ইয়েচুরি

ভারতীয় রাজনীতিবিদ

সীতারাম ইয়েচুরি (জন্ম: ১২ আগস্ট ১৯৫২) একজন ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। [১] ২০১৫ সালের ১৯ এপ্রিল এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং এর সংসদীয় দলের নেতা ছিলেন।[২]

সীতারাম ইয়েচুরি
কেরল রাজ্যের কোল্লমে  ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সময় সীতারাম ইয়েচুরি
ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ এপ্রিল ২০১৫
পূর্বসূরীপ্রকাশ কারাত
সংসদ সদস্য (রাজ্যসভা)
কাজের মেয়াদ
১৯ আগস্ট ২০০৫ – ১৮ আগস্ট ২০১৭
উত্তরসূরীসান্তা ছেত্ৰী
সংসদীয় এলাকাপশ্চিমবঙ্গ
ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ১৯৯২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-08-12) ১২ আগস্ট ১৯৫২ (বয়স ৭১)
মাদ্রাজ, মাদ্রাজ রাজ্য, ভারত (বর্তমান সময়ে চেন্নাই, তামিলনাড়ু, ভারত)
রাজনৈতিক দলসিপিআইএম
দাম্পত্য সঙ্গীসীমা ইয়েচুরি
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট স্টিফেন কলেজ, দিল্লি (বিএ)
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (এমএ)
ওয়েবসাইটParty Official website

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সীতারাম ইয়েচুরি ১৯৫২ সালের ১২ আগস্ট মাদ্রাজে (চেন্নাই) জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা সর্বেস্বরা সোম্যজুলা ইয়েচুরি ছিলেন অন্ধ্রপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রকৌশলী।[৪] তার মা কল্পকাম ইয়েচুরি ছিলেন সরকারি কর্মকর্তা।[৫] তিনি হায়দ্রাবাদে বেড়ে ওঠেন এবং অল সেন্টস হাই স্কুল,হায়দ্রাবাদ স্কুলে দশম স্থান পর্যন্ত পড়াশোনা করেন।

রাজনৈতিক পেশা সম্পাদনা

১৯৭৪ সালে ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনে (এসএফআই) যোগদান করেন। এক বছর পর, তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। )

১৯৭৫ সালে জরুরি অবস্থা চলাকালে জেএনইউর ছাত্র থাকাকালীন ইয়েচুরি গ্রেফতার হন। তার গ্রেফতারের আগে, তিনি কিছু সময়ের জন্য আন্ডারগ্রাউন্ডে ছিলেন এবং জরুরি অবস্থা প্রতিরোধের আয়োজন করেছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Whatever Happened, Comrades?"The Telegraph, Calcutta (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২২ 
  2. "Biography of Sitaram Yechuri"winentrance.com। ১৪ মার্চ ২০১১। 
  3. "Sitaram Yechury: Suave, Soft-Spoken and Dynamic"। NDTV। ১৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৫ 
  4. "S.S. Yechury memorial office building opened". The Hindu. 25 July 2011. Retrieved 21 April 2015.
  5. Akshaya Mukul (21 April 2015). "1969 Telangana agitation brought Sitaram Yechury to Delhi". Economic Times. Retrieved 21 April 2015.