সিজদা সাহু
সিজদা সাহু (আরবী: السجدة السهو; আস-সাজদাতুস সাহ্ও) দিতে হয় যখন কয়েকটি বিশেষ কারণে নামায বা ছালাত ত্রুটিযুক্ত হয়ে পড়ে। ত্রুটিযুক্ত হয়ে পড়লে ছালাতের শেষ বৈঠকে ডান পাশে সালাম ফেরানোর পর বাম পাশে সালাম না ফিরিয়ে দুইবার সিজদা করে তারপর আবার আত-তাহিয়াত এবং ছালাওয়াত পড়ে ডানে-বামে সালাম ফিরিয়ে ছালাত শেষ করতে হয়। এই অতিরিক্ত সাজদাহ্ই আস-সাজদাতুস সাহু।
নামাজ ত্রুটিযুক্ত হওয়ার কারণ সম্পাদনা
নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব বিষয় রয়েছে তার মধ্যে একটি অথবা একাধিকটি যদি ভুলবশতঃ ছেড়ে যায় তখন সিজদা সাহু ওয়াজিব হবে। সিজদা সাহু দিলে এতে নামাজ শুদ্ধ হয়ে যাবে। যদি সিজদা সাহু না করা হয় তবে নতুন করে নামাজ পড়তে হবে।[১]
যে কারণে সিজদা সাহু দিতে হয় সম্পাদনা
- নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে।
- কোন ফরজ দুইবার আদায় হলে।
- কোন ওয়াজিব বাদ পড়লে।
- কোন ওয়াজিব পরিবর্তন করলে। (দুররে মোখতার) [২]