সিকিম সরকার

ভারতের সিকিম রাজ্যের প্রাদেশিক সরকার

সিকিম সরকার হচ্ছে ভারতের সিকিম রাজ্য তথা এর অন্তর্ভুক্ত চারটি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি সিকিম রাজ্য সরকার কিংবা স্থানীয়ভাবে রাজ্য সরকার হিসাবেও পরিচিত। সিকিম সরকার একজন রাজ্যপালের নেতৃত্বে নির্বাহী বিভাগ, সিকিম উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগ এবং সিকিম বিধানসভা নামে একটি বিধানসভা নিয়ে গঠিত।

সিকিম সরকার
সরকারের আসনগ্যাংটক
কার্যনির্বাহী
রাজ্যপালগঙ্গা প্রসাদ[১]
মুখ্যমন্ত্রীপ্রেম সিং তামাং
আইনসভা
বিধানসভা
স্পিকারলাল বাহাদুর দাস
ডেপুটি স্পিকারসাঙ্গে লেপচা
বিধানসভার সদস্য৩২
বিচার বিভাগ
উচ্চ আদালতসিকিম উচ্চ ন্যায়ালয়
প্রধান বিচারপতিবিচারপতি অরূপ কুমার গোস্বামী

ভারতের অন্যান্য রাজ্যের মতো সিকিম রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল (গভর্নর)। তিনি কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান এবং তার উপরেই সরকারের নির্বাহী ক্ষমতার বেশিরভাগই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী এবং তার নিয়োগকৃত মন্ত্রিসভার মাধ্যমে সিকিমের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী এবং এখানে রাজ্যের বিধানসভা (আইনসভা) এবং সচিবালয় অবস্থিত। সিকিম উচ্চ ন্যায়ালয় (সিকিম হাইকোর্ট) গ্যাংটকে অবস্থিত যা রাজ্য সরকারের বিচার বিভাগীয় প্রধান। মণিপুর উচ্চ ন্যায়ালয় রাজ্যে উদ্ভূত মামলার ক্ষেত্রে এখতিয়ার এবং ক্ষমতা প্রয়োগ করে।[২]

সিকিমের বর্তমান বিধানসভাটি এককক্ষবিশিষ্ট। সিকিম বিধানসভা মোট ৩২জন বিধায়কের (সদস্য বা এম.এল.এ) সমন্বয়ে গঠিত। কোন কারণে নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর। [৩][৪]

মন্ত্রিপরিষদ সম্পাদনা

  1. প্রেম সিং তামাং: মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র বিভাগ, আবগারি দফতর, অর্থ
  2. কুঙ্গা নিমা লেপচা: মানব সম্পদ উন্নয়ন, ভূমি রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা, আইন ও আইন বিষয়ক, সংসদীয় বিষয়াবলী।
  3. সোনম লামা: পল্লী পরিচালনা ও উন্নয়ন, পঞ্চায়েতী রাজ এবং সমবায় ও উপদেষ্টা বিভাগসমূহ।
  4. বেদু সিংহ পান্থ: পর্যটন ও বেসামরিক বিমান এবং বাণিজ্য ও শিল্প।
  5. লোকনাথ শর্মা: তথ্য ও জনসম্পর্ক বিভাগ আইপিআর, খাদ্য সুরক্ষা, কৃষি উন্নয়ন, উদ্যান ও নগদ শস্য উন্নয়ন, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ও পশুপালন, পশুসম্পদ মৎস্য ও পশু সেবা
  6. সঞ্জিত খারেল সিকিম পাবলিক ওয়ার্কস (বিল্ডিং অ্যান্ড হাউজিং) এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (এসএনটি)।
  7. অরুণ উপ্রেতি নগর উন্নয়ন ও আবাসন উন্নয়ন, খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়াবলী
  8. ভীম হাং লিম্বু পানি সরবরাহ ও জনস্বাস্থ্য প্রকৌশল ও পানি সম্পদ এবং নদী উন্নয়ন বিভাগসমূহ।
  9. কর্ম লোদে ভুটিয়া: বন, পরিবেশ ও বন্যজীবন ব্যবস্থাপনা, খনি, খনিজ ও ভূতত্ত্ব এবং বিজ্ঞান ও প্রযুক্তি।
  10. মণি কুমার শর্মা: স্বাস্থ্যসেবা, মানব পরিষেবা ও পরিবার কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন ও কল্যাণ বিভাগ
  11. সমদুপ লেপচা গণপূর্ত (সড়ক ও সেতু), সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগ
  12. এমএন শেরপা শক্তি ও শ্রম বিভাগ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Government of Sikkim
  2. "Jurisdiction and Seats of Indian High Courts"। Eastern Book Company। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১২ 
  3. Sikkim Legislative Assembly
  4. "Sikkim Government Ministers List with Portfolios 2016"। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা