সিআইএফ (টেলিভিশন ধারাবাহিক)

ভারতীয় টেলিভিশন ধারাবাহিক

সিআইএফ হলো ভারতীয় পুলিশের অপরাধর্মী কথাসাহিত্যিক টেলিভিশন ধারাবাহিক যা দঙ্গল টিভিতে প্রচারিত হতো। ধারাবাহিকটিতে পরিদর্শক আলী ও হনুমান পাণ্ডে চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব এবং দয়ানন্দ শেঠি[১][২][৩] ধারাবাহিক নাটকটি ভারতের উত্তর প্রদেশের লখনউর পটভূমিতে নির্মিত।[৪] এটি দীর্ঘদিন ধরে চলমান গোয়েন্দা ধারাবাহিক সিআইডির একটি ছোট সংস্করণ। সিআইডির অভিজিৎ ও দয়া চরিত্রে অভিনয় করা আদিত্য শ্রীবাস্তব এবং দয়ানন্দ শেট্টিসহ সিআইডি-র কিছু অভিনয়শিল্পী এই নাটকে অভিনয় করেছেন (অবশ্য ভিন্ননামে)।

সিআইএফ
ধারাবাহিকের পোস্টার
ধরন
অভিনয়েনিচে দেখুন
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৭
নির্মাণ
ব্যাপ্তিকাল৪০-৪৫ মিনিট
নির্মাণ কোম্পানিহোয়াইট স্যান্ড প্রোডাকশন
কাট২কাট ক্রিয়েশন
মুক্তি
মূল নেটওয়ার্কদঙ্গল টিভি
ছবির ফরম্যাট
  • ৪৮০আই
  • এইচডি টিভি ১০৮০আই
মূল মুক্তির তারিখ৭ সেপ্টেম্বর ২০১৯ (2019-09-07) –
৩০ নভেম্বর ২০১৯ (2019-11-30)

পটভূমি সম্পাদনা

তদন্তকারীদের একটি দল বেশ কয়েকটি ফৌজদারি মামলার তদন্ত করে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা করার সময়, একটি দুঃসাহসিক অভিযানের যাত্রা শুরু করে।

অভিনয়ে সম্পাদনা

  • ইন্সপেক্টর আশফাক আলী খান চরিত্রে আদিত্য শ্রীবাস্তব
  • পরিদর্শক হনুমান পান্ডে হিসাবে দয়ানন্দ শেঠি
  • সাব ইন্সপেক্টর মীনাক্ষী চরিত্রে আনশা সায়েদ
  • উপ-পরিদর্শক সুশান্ত শর্মা চরিত্রে অভ-শুক্লা
  • সাব-ইন্সপেক্টর অজয় সিংহ হিসাবে অবদেশ সিং
  • কনস্টেবল শম্ভু তওদে চরিত্রে দীনেশ ফড়নিস
  • ডাঃ ডি সুজা- সিনিয়র ফরেনসিক বিশেষজ্ঞ হিসাবে নরেন্দ্র গুপ্তা
  • ডঃ সাক্ষী শ্রীবাস্তব- ফরেনসিক বিশেষজ্ঞ হিসাবে রূপ দুর্গাপাল
  • পরিদর্শক কেশারি কুমার চরিত্রে হিতেন তেজওয়ানী
  • ডিসিপি সূর্য প্রতাপ সিংহের চরিত্রে শরৎ সাক্সেনা
  • হ্যাকার জ্যাক চরিত্রে পীযূষ মেহতা
  • শান্তিভূষণ তিওয়ারীর চরিত্রে কুশল পাঞ্জাবি
  • রাকেশ (গুন্ডা) চরিত্রে রাহুল রানা

প্রতিক্রিয়া সম্পাদনা

ধারাবাহিকটি দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আন্তর্জাতিক মুডি ডাটাবেজ (আইএমডিবি)-তে নাটকটি রেটিং ৮.৩/১০ লাভ করে, পর্যালোচনা সংগ্ৰহকারী ওয়েবসাইট রটেন টমাটোসে এই ধারাবাহিকটির ৯২% ইতিবাচক স্কোর লাভ করে।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "CID fame Shreya aka Janvi Chheda confirms she is not a part of the new show 'CIF'; states her reason - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৯ 
  2. "CID's iconic team of Dayanand Shetty, Aditya Srivastava, and Ansha Sayed come together for a new show"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  3. "TV show CID's iconic team to reunite for a brand new show"IndiaToday.com 
  4. "CID fame Shreya aka Janvi Chheda confirms she is not a part of the new show 'CIF'; states her reason"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৭ 
  5. "CIF (TV Series 2019– ) - IMDb" (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ সম্পাদনা