হিতেন তেজওয়ানী

ভারতীয় অভিনেতা

হিতেন তেজওয়ানী (হিন্দি: हितेन तेजवानी; জন্ম: ৫ মার্চ ১৯৭৪) হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি কিঁউ কি সাস ভি কভি বহু থি, কুটুম্ব ও পবিত্র রিশতা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।

হিতেন তেজওয়ানী
হিতেন তেজওয়ানী
জন্ম (1974-03-05) ৫ মার্চ ১৯৭৪ (বয়স ৫০)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেতা, মডেল
কর্মজীবন২০০০-বর্তমান
আদি নিবাসমুম্বই
দাম্পত্য সঙ্গীগৌরী প্রধাণ তেজওয়ানী (২০০৪-বর্তমান)
সন্তান
ওয়েবসাইটhttp://www.hiten-gauri.net/

ব্যক্তিগত জীবন সম্পাদনা

 

হিতেন তেজওয়ানী ১৯৭৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ভারতের মুম্বই শহরে এক সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন।[১] ২০০৪ খ্রিষ্টাব্দের ২৯শে এপ্রিল তিনি টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী গৌরি প্রধান তেজওয়ানীকে বিয়ে করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের ১১ই নভেম্বর তাদের নীভান ও কাত্যা নামক দুই যমজ পুত্র ও কন্যার জন্ম হয়।[২]

ধারাবাহিক সম্পাদনা

বছর অনুষ্ঠান চরিত্র
২০০০–২০০২ ঘর এক মন্দির গৌতম
২০০১–২০০২ কভি সওতন কভি সহেলি প্রবীণ
২০০১–২০০৩ কাহিনী কিসি রোজ নকুল সিকন্দ
২০০১–২০০২ কুটুম্ব প্রথম মিত্তাল
২০০২, ২০০৩ ক্যা হাদসা ক্যা হকিকত নীতেশ
২০০৩ মীট আকাশ
২০০৩–২০০৮ কিঁউ কি সাস ভি কভি বহু থি করণ বীরাণি
২০০৩ কহিঁ তো হোগা প্রথম
২০০০৩–২০০৪ কুসুম বিশাল কাপুর
২০০৪–২০০৫ কোই দিল মে হ্যায় সময় পুঞ্জ
২০০৫–২০০৬ কেসর অভি
২০০৫–২০০৬ কাব্যাঞ্জলি যুগ মিত্তল
২০০৬ ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায় নিশান্ত কাপুর
২০০৬–২০০৮ করম আপনা আপনা অনুপম ভট্টচার্য্য
২০০৭–২০০৮ কসৌটি জিন্দেগী কে অনুরাগ বসু
২০০৮ লেফট রাইট লেফট কর্ণেল অভয় বর্মা
২০০৮ কুমকুম -এক প্যায়ারা সা বন্ধন রণবীর সিং
২০০৮ কহা্নি হমারে মহাভারত কি কর্ণ
২০০৮ জসুবেন জয়ন্তীলাল জোশী কি জয়েন্ট ফ্যামিলি রণিত
২০০৯ কিতনি মোহব্বত হ্যায় করণ সিং
২০০৯ পালামপুর এক্সপ্রেস দেব শিশোদিয়া
২০১০ ছোটি বহু শান্তনু পুরোহিত
২০১০ রঙ বদলতি ওড়নি আনন্দ মিত্তল
২০১১ মুক্তি বন্ধন ভিকি ওবেরয়
২০১১-২০১৪ পবিত্র রিস্তা মানব দেশমুখ
২০১২-২০১৩ ক্যা হুয়া তেরা ওয়াদা যতীন চোপড়া
২০১৩ সংস্কার - ধরওয়ার আপনো কি মুরলী
২০১৪-২০১৫ হামারি সিস্টার দিদি ডঃ অবিনাশ
২০১৪-বর্তমান মেরি আশিকী তুম সে হি নীতেন

আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সম্পাদনা

সাল প্রদর্শন চরিত্র টীকা
২০০৫ জোড়ি কমাল কি অতিথি প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৬ নাচ বালিয়ে ২ প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৭ কফি উইথ করণ অতিথি সঙ্গে ছিলেন রণিত রায়রাম কাপুর
২০০৮ ক্যা আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়? অতিথি প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৮ কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৮ নাচ বালিয়ে ৪ হোতা সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০১২ সাবধান ইন্ডিয়া @ ১১ হোতা

চলচ্চিত্র সম্পাদনা

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০০৩ জগার্স পার্ক আকাশ হিন্দি / ইংরেজি
২০০৪ কৃষ্ণা কটেজ অক্ষয় হিন্দি
২০০৭ আনোয়ার উদিত হিন্দি
২০১৪ এন্টারটেইনমেন্ট হিন্দি [৩]
২০১৫ থোড়া লুৎফ থোড়া ইশক ঝুমরু হিন্দি
২০১৬ লাভ গেমস গৌরভ হিন্দি
২০১৬ শোর্গুল সেলিম হিন্দি
২০১৬ সানসেইন সিকে বীর হিন্দি
২০১৯ কলঙ্ক আহমেদ হিন্দি

পুরস্কার সম্পাদনা

সাল পুরস্কার বিভাগ কারণ চরিত্র ফল
২০০৪ স্টার পরিবার পুরস্কার জনপ্রিত ছেলে কিঁউ কি সাস ভি কভি বহু থি করণ বীরাণি বিজয়ী
স্টার পরিবার পুরস্কার সেরা যোগ্য জামাতা
ভারতীয় টেলি পুরস্কার সেরা অভিনেতা (জনপ্রিয়)
২০০৫ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার সেরা অভিনেতা (জনপ্রিয়)
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (জনপ্রিয়)
২০০৬ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (জনপ্রিয়)
২০০৭ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (সমালোচক)
২০০৮ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
দ্য গ্লোবাল ইন্ডিয়ান টিভি অনার্স ২০০৮ সেরা যুগল
২০১০ ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি পুরস্কার আইটিএ মাইলস্টোন পুরস্কার
ইন্ডিয়া নে বনা দি জোড়ি পুরস্কার দশকের সেরা জোড়ি
২০১১ জী রিশতে পুরস্কার সেরা পুত্র পবিত্র রিস্তা মানব দেশমুখ বিজয়ী
২০১২ জী রিশতে পুরস্কার সেরা পিতা বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hiten Tejwani's Bombay duck curry"। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩ 
  2. http://timesofindia.indiatimes.com/Entertainment/Gauri-is-four-months-pregnant/articleshow/4619985.cms
  3. "Hiten Tejwani to star in 'It's Entertainment' with Akshay Kumar"। ২০১৩-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৩-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা