সাহাপুর ইউনিয়ন, ঈশ্বরদী

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটি ইউনিয়ন

সাহাপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

সাহাপুর
ইউনিয়ন
সাহাপুর ইউনিয়ন পরিষদ
সাহাপুর রাজশাহী বিভাগ-এ অবস্থিত
সাহাপুর
সাহাপুর
সাহাপুর বাংলাদেশ-এ অবস্থিত
সাহাপুর
সাহাপুর
বাংলাদেশে সাহাপুর ইউনিয়ন, ঈশ্বরদীর অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৮′৫৭″ উত্তর ৮৯°৩′২২″ পূর্ব / ২৪.১৪৯১৭° উত্তর ৮৯.০৫৬১১° পূর্ব / 24.14917; 89.05611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাঈশ্বরদী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬০০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

১৪টি গ্রাম নিয়ে গঠিত ৬নং সাহাপুর ইউনিয়ন পরিষদ। আওতাপাড়া বাজার সংলগ্ন অবস্থিত এই ইউনিয়ন পরিষদ কার্যালয়।

প্রশাসন

সম্পাদনা
  1. গ্রাম সংখ্যা : ১৪ টি
  2. মৌজার সংখ্যা: ৯টি
  3. হাট/বাজারের সংখ্যা-৪টি

হাট-বাজারের-তালিকা

সম্পাদনা
  • আওতাপাড়া হাট
  • কদিমপাড়া হাট
  • বাবুলচারা হাট
  • গড়গড়ি মুচির বটতলা হাট
  • গড়গড়ি আলহাজ্ব মোড় মাদ্রাসার হাট
  • চরসাহাপুর নতুন হাট
  • চরসাহাপুর মোড় দৈনিক বাজার

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন : ২৭.২৮৮ বর্গমাইল। লোকসংখ্যা:৫১,৯৩৫ জন (পুরুষ-২৫,৬৭৫ জন,মহিলা-২৬,২৬০জন)

গ্রামের নাম জনসংখ্যা গ্রামের নাম জনসংখ্যা
চরসাহাপুর ২,০৫২ জন রহিমপুর ৩৩৪০ জন
দিয়াড়সাহাপুর ৮৪০ জন আওতাপাড়া ১১৫০ জন
সাহাপুর ১২৪৫ জন চরগড়গড়ী ৭২০ জন
মহাদেবপুর ৭৯৪ জন বাঁশেরবাদা ৬০৪৫ জন
গাঁওগোয়াইল ৯২ জন
কদিমপাড়া ৭৮০ জন
তিলকপুর ১০১২ জন
দীঘা ৮৭০ জন
গড়্গড়ী ৩,২৪০ জন

তথ্য সূত্র- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার: ৬৬.০০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)

শিক্ষা প্রতিষ্ঠান :

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১০টি
  • বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৩টি
  • উচ্চ মধ্যমিক বিদ্যালয়- ৪টি
  • ভোকেশনাল ইনস্টিটিউট -১টি
  • মাদ্রাসা - ৯টি
  • উন্মুক্ত স্কুল - ১টি
  • আলিম মাদ্রাসা - ১টি
  • কলেজ - ৪টি
  • ওপেন স্কুল এন্ড ইউনিভার্সিটি -১টি (অবস্থান বাঁশেরবাদা)


মাধ্যমিক বিদ্যালয়

  • বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • নুরজাহান উচ্চ বালিকা বিদ্যা নিকেতন
  • সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়
  • মানিকনগর গার্লস স্কুল


মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র

জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার কেন্দ্র আছে- ১টি। যা বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে


ভোকেশনাল ইনস্টিটিউট

  • বাঁশেরবাদা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট


কলেজ সমূহ

  • বাঁশেরবাদা ডিগ্রী কলেজ + (অনার্স প্রোগ্রাম)
  • নুরজাহান উচ্চ বালিকা বিদ্যা নিকেতন এন্ড কলেজ
  • মানিকনগর কলেজ
  • আওতাপাড়া আবু বক্কর সিদ্দিক আলিম মাদ্রাসা (কলেজ প্রোগ্রাম)

ওপেন স্কুল এন্ড ইউনিভার্সিটি প্রোগ্রাম

  • স্কুল প্রোগ্রামটি বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী দ্বারা এবং
  • ইউনিভার্সিটি প্রোগ্রাম টি বাঁশেরবাদা ডিগ্রী কলেজের শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে থাকে ।

ধর্মীয় প্রতিষ্ঠান

সম্পাদনা
মসজিদ সমূহ
সম্পাদনা
  • আওতাপাড়া বাঁশেরবাদা কেন্দ্রীয় জামে মসজিদ
  • আওতাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
  • দীঘা জামে মসজিদ
  • বাবুলচারা পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
  • চরগড়গড়ি শাহপাড়া হযরত ওমর (রাঃ) জামে মসজিদ
  • রহিমপুর জামে মসজিদ
  • চরগড়গড়ি মধ্যপাড়া জামে মসজিদ


  • চরগড়গড়ি (চড়কুড়ুলিয়া হাট) সংলগ্ন জামে মসজিদ
  • চরগড়গড়ি দক্ষিণপাড়া আলহাজ্ব মোড় পূর্ব পার্শ্বে জামে মসজিদ
  • মহাদেবপুর জামে মসজিদ
  • তিলকপুর জামে মসজিদ
  • চরগড়গড়ি পূর্বপাড়া(ফরাজীপাড়া) জামে মসজিদ
  • গড়গড়ি জামে মসজিদ
  • হযরত আরেফিন পীর বুড়া দেওয়ান কেন্দ্রীয় জামে মসজিদ
  • সাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ
  • চর সাহাপুর জামে মসজিদ
মন্দির
সম্পাদনা
  • বাঁশেরবাদা শ্মশান মন্দির
  • রহিমপুর মুচির বটতলা দাসপাড়া দুর্গা মন্দির
  • দিয়ার সাহাপুর বৃন্দাবন গোষ্ঠী শ্রী শ্রী পূজা মন্দির
  • আওতাপাড়া বাঁশেরবাদা ঈদগাহ ময়দান
  • বাবুলচারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
  • বাবুলচারা পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দান
  • তিলকপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
  • চরগড়গড়ি দক্ষিণপাড়া(কবরস্থান সংলগ্ন) ঈদগাহ ময়দান
  • সাহাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
  • আওতাপাড়া বাজার ঈদগাহ ময়দান
  • গড়গড়ি ঈদগাহ ময়দান
  • দীঘা ঈদগাহ ময়দান
  • চরগড়গড়ি মধ্যপাড়া ঈদগাহ ময়দান

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • মহাদেবপুর বুড়ি দেওয়ান মাজার শরিফ
  • নতুনহাট রাশিয়ান গ্রীন সিটি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

মজিদ মাহমুদ https://en.m.wikipedia.org/wiki/Mozid_Mahmud

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যানঃ বাবু বিশ্বাস[]

 চেয়ারম্যানের নাম দায়িত্বকাল মোবাইল নং
ঈশ্বর নৈলাতবাবু শাহ
ঈশ্বর কিরণ মজুমদার -
মরহুম আব্দুর জববার বিশ্বাস -
মরহুম শফি উদ্দীন মৃধা -
মরহুম একরাম হোসেন
মরহুম ওয়াসিম উদ্দীন
মরহুম তোজাম্মেল হোসেন লেরু
মরহুম আলাউদ্দীন আহম্মেদ
মরহুম তোজাম্মেল হোসেন লেরু
মরহুম আনোয়ার হোসেন প্রামানিক
মরহুম তোজাম্মেল হোসেন লেরু
মরহুম লুৎফর হোসেন
মরহুম ওহিদুজ্জামান পিন্টু বিশ্বাস- পর পর তিন বার নির্বাচিত
মোঃ জিয়াউল ইসলাম সন্টু সরদার
মোঃ নেফাউর রহমান রাজু
মোঃ মিনহাজুর রহমান মিনহাজ ফকির
মোঃ এমলাক হোসেন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাহাপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  2. "ঈশ্বরদী উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মে ২০২০ 
  3. "নৌকা ডুবিয়ে সাহাপুরের চেয়ারম্যান বাবু"banglanews24.com। ২০২১-১১-২৯। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৮