সামুয়েল লিনো

ব্রাজিলীয় ফুটবলার

সামুয়েল দিয়াস লিনো (পর্তুগিজ: Samuel Lino; জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৯৯; সামুয়েল লিনো নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

সামুয়েল লিনো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সামুয়েল দিয়াস লিনো
জন্ম (1999-12-23) ২৩ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান সান্তো আন্দ্রে, ব্রাজিল
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩৩, ৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

সামুয়েল দিয়াস লিনো ১৯৯৯ সালের ২৩শে ডিসেম্বর তারিখে ব্রাজিলের সান্তো আন্দ্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Página oficial del Atlético de Madrid" [আতলেতিকো মাদ্রিদের মূল পাতা]। atleticodemadrid.com (ইংরেজি ভাষায়)। আতলেতিকো মাদ্রিদ। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 
  2. "Official Atlético de Madrid staff in 2023/24 – LALIGA" [২০২৩/২৪-এ আতলেতিকো মাদ্রিদের কর্মকর্তা – লা লিগা]। laliga.com (ইংরেজি ভাষায়)। লা লিগা। ১৯ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা