সাবরমতী
সাবরমতী হলো একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন হীরেন নাগ।[১][২] এই চলচ্চিত্রটি ১৯৬৯ সালে শ্রী লোকনাথ চিত্রমন্দির ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন গোপেন মল্লিক।[৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, কমল মিত্র, ছায়া দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়।[৪]
সাবরমতী | |
---|---|
পরিচালক | হীরেন নাগ |
কাহিনিকার | আশুতোষ মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সুপ্রিয়া দেবী ছায়া দেবী ভানু বন্দ্যোপাধ্যায় |
সুরকার | গোপেন মল্লিক |
প্রযোজনা কোম্পানি | শ্রী লোকনাথ চিত্রমন্দির |
মুক্তি | ১৯৬৯ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাএকটি ধনী পরিবারের একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে তার বাবাকে তার স্বাধীনতা প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। শঙ্করের সাথে তাঁর আলাপ হয় এবং চাকরির সন্ধানে যাবার সময় তাঁর ব্যাগ খোয়া যায়। পরে শঙ্করের বাড়িতে আশ্রয় নেয়। শঙ্করের সাথে যশোমতীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। শঙ্করকে বলে তাঁতের শিল্পটাকে বড় করার জন্য সে তাঁকে টাকা দেবে। শঙ্কর পরে খবরের কাগজ পড়ে জানতে পারে যশোমতী পালিয়ে এসেছে। যশোমতীকে না জানিয়ে তাঁর বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসে সে ভাবে টাকার বিনিময়ে এই সব করেছে। শঙ্করকে সে ভুল বোঝে, সেই জন্য যশোমতী তাঁর বাড়ীতে যায় তাঁকে অপমান করে। এরপর শঙ্কর বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যায় তাঁর তাঁত শিল্প বড় উদ্দেশ্যে। ক্রমে শঙ্করের বস্ত্র শিল্পে বিশাল খ্যাতি হতে শুরু হয়। একটি বস্ত্র শিল্প পুরস্কার অনুষ্ঠানে শঙ্কর এবং যশোমতীর সাথে দেখা হয় পুরস্কার নেবার সময় এবং কি ভাবে তিনি কষ্ট করে এই শিল্প বড় করেছেন তার কথা তিনি বললেন এবং অন্য ক্ষুদ্র বস্ত্র শিল্প মালিকদের প্রভাবিত করেন। সেই পুরস্কার তাঁদের দিয়ে দেন। এই দিকে শঙ্করের সাথে যশোমতীর ভুল বোঝাবুঝি দূর হয় এবং তারা মিলিত।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- উত্তম কুমার - শঙ্কর
- সুপ্রিয়া দেবী - যশোমতী পাঠক[৫]
- ছায়া দেবী- কমলা দেবী পাঠক
- ভানু বন্দ্যোপাধ্যায় - বেহারী
- মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়
- জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়
- রবিন ব্যানার্জী
- তপন ব্যানার্জী
- পান্নালাল চক্রবর্তী
- পরেশ চক্রবর্তী
- তপন চ্যাটার্জী
- দিলীপ চট্টোপাধ্যায়
- নিরঞ্জন চৌধুরী
- পরিতোষ চৌধুরী
- নিমাই দত্ত
- অরিন্দম গঙ্গোপাধ্যায় - রাজু (শঙ্করের ভাগ্নে)
- শৈলেন গাঙ্গুলী
- বুবু গাঙ্গুলী
- বঙ্কিম ঘোষ
- ভানু ঘোষ
- দেবেশ ঘোষ
- প্রশান্ত কুমার
- তরুণ কুমার - কান্তিলাল পাঠক
- হাসি মজুমদার
- রুপক মজুমদার
- কমল মিত্র - চন্দ্রশেখর পাঠক
- লালমোহন মুখোপাধ্যায়
- পদ্মাদেবী - শঙ্করের (মাসি)
- গীতা প্রধান
- দীপ্তি রায় ... শঙ্করের বোন
- জহর রায়
- পাহাড়ী সান্যাল - মহাদেব (শঙ্করের কাকা)
সাউন্ডট্রাক
সম্পাদনাসকল গানের সুরকার গোপেন মল্লিক।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "দেখনি কী পাথরেও ফোটে ফুল" | মান্না দে | ৩:২৩ |
২. | "শোনো গো সজনী" | হেমন্ত মুখোপাধ্যায় | ৩:২২ |
৩. | "তাক ধিন ধিন তা" | কিশোর কুমার, ইলা বোস | ২:৩৩ |
৪. | "আঁখি বলে চলো" | প্রতিমা বন্দ্যোপাধ্যায় | ২:৪৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ FilmiClub। "Sabarmati (1969)"। FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ "Sabarmati on Moviebuff.com"। Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ "Amazon.com: Sabarmati : Uttam Kumar, Bhanu Banerjee, Kamal Mitra, Supriya Devi, Hiren Nag: Movies & TV"। www.amazon.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ "Sabarmati (1969) Cast - Actor, Actress, Director, Producer, Music Director"। Cinestaan। ২০২১-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ Baruah, Parthajit (২০১৮-০২-০২)। "The end of an era"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাবরমতী (ইংরেজি)