সানিয়া ইয়াপ্পান

ভারতীয় অভিনেত্রী

সানিয়া ইয়াপ্পান (জন্ম: ২০ এপ্রিল ২০০২) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি মোহনলাল অভিনীত ২০১৯ সালের চলচ্চিত্র লুসিফার-এ জাহ্নবী এবং ২০১৮ সালের চলচ্চিত্রে কুইন-এ মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য অধিক পরিচিত।

সানিয়া ইয়াপ্পান
জন্ম (2002-04-20) ২০ এপ্রিল ২০০২ (বয়স ২১)
মাতৃশিক্ষায়তননালন্দা পাবলিক স্কুল, থাম্মানাম
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
নৃত্যশিল্পী
মডেল
কর্মজীবন২০১৪ – বর্তমান
পিতা-মাতা
  • ইয়াপ্পান (পিতা)
  • সন্ধ্যা (মাতা)
আত্মীয়সাধিকা

কর্মজীবন সম্পাদনা

সানিয়া টেলিভিশনে মাঝাভিল মনোরামায় আপাতবাস্তব নৃত্যানুষ্ঠান ডি ২ - ডি ২ ডান্সে প্রতিযোগী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। প্রতিযোগিতাটিতে তিনি দ্বিতীয় রানার-আপ হিসাবে স্থানলাভ করেছিলেন।[১]

২০১৩ সালে বাল্যকালসখী-তে ইশা তালওয়ারের শৈশবের ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রে অভিষেক করেন সানিয়া। সুরেশ গোপীর মেয়ে হিসাবে একই বছরে তিনি অ্যাপোথেকারি-তেও অভিনয় করেছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করার পরে সানিয়া ২০১৮ সালে কুইন চলচ্চিত্রে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন।[২][৩] তার অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। এরপরে তিনি পৃথ্বীরাজ সুকুমারানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র লুসিফার-এ অভিনয় করেছিলেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০১৪ বাল্যকালসখী সুহারা (শৈশব) মালয়ালম শিশু শিল্পী
অ্যাপোথেকারি বিজয়ের কন্যা মালয়ালম শিশু শিল্পী
২০১৭ ভেদাম সানিয়া মালয়ালম
২০১৮ কুইন চিন্নু মালয়ালম শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ[৪]
প্রেথম ২ নিরঞ্জনা ভেনু মালয়ালম
২০১৯ সাকালাকালাসালা স্বপ্না মালয়ালম ক্ষণিক চরিত্রাভিনয়
থেরা পাড়া অশ্বতী আছু মালয়ালম মিনি ওয়েব ধারাবাহিক
পর্বে ২০-এ ক্ষণিক চরিত্রাভিনয়
লুসিফার জাহ্নবী মালয়ালম
পথিনেট্টম পাদি সানিয়া মালয়ালম "পার্টি সং"-এ বিশেষ উপস্থিতি
হোয়াইট রোজ বিজয়ালক্ষ্মী মালয়ালম

টেলিভিশন সম্পাদনা

অনুষ্ঠান চ্যানেল মন্তব্য
সুপার ডান্স জুনিয়র অমৃতা টিভি সহায়ক শিল্পী
সুপার ডান্স ৬ বিজয়ী
ডি ৪ ডান্স মাঝাবিল মনোরমা ৩য় অবস্থান
ডি ৪ ডান্স রিলোডেড ৫ম অবস্থান
ডি ৫ জুনিয়র অতিথি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'Queen' actor Saniya lambasts online trollers on Facebook"OnManorama। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  2. "This 'Queen' is yet to step into a real college campus"OnManorama। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  3. "I haven't got my due in D4 Dance: Saniya Iyappan"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  4. "Winners of the 66th Filmfare Awards (South) 2019"Filmfare। ২১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা