সাতমাথা
বগুড়া সদরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা।[১][২] সাতমাথা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র। সাতজন বীরশ্রেষ্ঠকে বিশেষ সম্মান জানাতে তাদের ছবি দিয়ে বগুড়া শহরে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ স্কয়ার। শহরের গুরুত্বপূর্ণ সাতটি সড়কের মিলিতস্থান হচ্ছে এই সাতমাথা। এখানেই রয়েছে বগুড়া জিলা স্কুল, শহীদ খোকন পার্ক, জিপিও, সার্কিট হাউজ সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক (থানা রোড) দিয়ে এগিয়ে গেলেই বগুড়ার ব্যিখাত দই এর দোকানগুলো পাওয়া যাবে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.dailysangram.com/post/40091-দৈনিক-সাতমাথা-সম্পাদকের-মুক্তির-দাবিতে--বগুড়া-শহরে-সাংবাদিকদের-মানববন্ধন-পালিত[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ BanglaNews24.com। "বগুড়ায় সাতমাথা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯।