সাজেদুল করিম
বাংলাদেশী শিশুসাহিত্যিক
সাজেদুল করিম (২৮ এপ্রিল ১৯১৫ — ৯ ডিসেম্বর ১৯৯৪) বাংলাদেশী শিশুসাহিত্যিক। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।[১][২]
সাজেদুল করিম | |
---|---|
জন্ম | ২৮ এপ্রিল ১৯১৫ ফাল্গুনকরা, কুমিল্লা জেলা |
মৃত্যু | ৯ ডিসেম্বর ১৯৯৪ টিকাটুলি, ঢাকা |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা প্রতিষ্ঠান | ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ফেনী উচ্চ বিদ্যাল |
বিষয় | শিশুসাহিত্য |
উল্লেখযোগ্য পুরস্কার |
|
প্রাথমিক জীবন
সম্পাদনাসাজেদুল করিম ২৮ এপ্রিল ১৯১৫ সালে কুমিল্লা জেলার ফাল্গুনকরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফেনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৩৩ সালে ম্যাট্রিক পাশ করেন। তিনি ১৯৩৫ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং ১৯৪০ সালে এমএ পাশ করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনাসাজেদুল করিম
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সাজেদুল করিম (২০১২)। কিশোরসমগ্র। অনুপম প্রকাশনী। পৃষ্ঠা ২৮৮। আইএসবিএন 9844042224।
- ↑ সাজেদুল করিম (২০২৩)। মাসিপিসির অ্যালজেব্রা। পাণ্ডুলিপি। পৃষ্ঠা ৪০। আইএসবিএন 9789849598756।
- ↑ আমীরুল ইসলাম (২০১৮)। সাজেদুল করিমের বারোটি হাসির গল্প। বিশ্বসাহিত্য কেন্দ্র। আইএসবিএন 9844042224।