অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার বাংলাদেশের শিশুসাহিত্য নিয়ে কাজ করা লেখকদের জন্য একটি পুরস্কার যা বাংলাদেশ শিশু একাডেমীর পক্ষ থেকে অগ্রণী ব্যাংকের অর্থানুকূল্যে প্রতি বছর প্রদান করা হয়।[১] ১৯৮১ সালে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য ও শিশু নাট্য পুরস্কার প্রবর্তিত হয়। ২০০৭ সাল থেকে এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো।[২]
অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের শিশু সাহিত্য নিয়ে কাজ করা লেখকদের সৃজনশীল কর্মকে উৎসাহদানের উদ্দেশ্যে |
অবস্থান | ঢাকা |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | বাংলাদেশ শিশু একাডেমী |
ওয়েবসাইট | অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার |
ইতিহাসসম্পাদনা
অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তিত হয় ১৯৮১ সালে।[১] ২০০৭ সাল পর্যন্ত এটি ‘অগ্রণী ব্যাংক-শিশু সাহিত্য পুরস্কার’ নামে দেয়া হতো; ২০০৮ সাল থেকে এর নাম করা হয় ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’।[৩] গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে প্রতিবছরের ১৪ এপ্রিল হতে পরের বছরের ১৩ এপ্রিল পর্যন্ত সমাপ্ত বাংলা বছরে প্রকাশিত বইয়ের ওপর ভিত্তি করে এই পুরস্কারের আয়োজন করা হয়।
পুরস্কারসম্পাদনা
পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।[৪]
পুরস্কারের ক্ষেত্রসম্পাদনা
প্রতিবছর কবিতা-ছড়া-গান; গল্প-উপন্যাস-রূপকথা; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি; অনুবাদ-ভ্রমণকাহিনী; নাটক ও বই অলংকরণ - এই ৭টি শাখায় পুরস্কার দেয়া হয়।[১]
বছর অনুযায়ী পুরস্কার প্রাপকগণসম্পাদনা
১৪১৮ বঙ্গাব্দসম্পাদনা
২০১১ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১২ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৮ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | পরীর নূপুর | রাশেদ রউফ |
কবিতা-ছড়া-গান | ছড়ায় নতুন রূপকথা | খালেদ হোসাইন |
গল্প-উপন্যাস-রূপকথা | উড়াল বালক | মোহিত কামাল |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | মাদার টেরিজা | কাজী কেয়া |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | আমাদের বনের প্রাণী | তপন চক্রবর্তী |
বই অলংকরণ | ফুল ভাসানো চম্পানদী | নাসিম আহমেদ |
১৪১৯ বঙ্গাব্দসম্পাদনা
২০১২ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৩ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪১৯ বঙ্গাব্দের জন্য ৫টি শাখায় মোট ৫ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং অনুবাদ-ভ্রমণকাহিনি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই দুই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | মাঠের ছবি ঘাটের ছবি | হাসনাত আমজাদ |
গল্প-উপন্যাস-রূপকথা | নোটুর সেভেনটি ওয়ান | দন্ত্যস রওশন |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | মহাকাশের বিজ্ঞান খেলা | শেখ আনোয়ার |
নাটক | মঙ্গলদেশ | হানিফ খান |
বই অলংকরণ | পুতুল রানির ছড়া | মনিরুজ্জামান পলাশ |
১৪২০ বঙ্গাব্দসম্পাদনা
২০১৩ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৪ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২০ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- সোনায় মোড়া ছড়া, লেখক: আখতার হুসেন। কবিতা, ছড়া, গান
- পুতলি ও ছেলেধরা, লেখক: দীপু মাহমুদ। গল্প, উপন্যাস, রূপকথা
- পথ চলাতেই আনন্দ, লেখক: ফারুক হোসেন। অনুবাদ, ভ্রমণকাহিনি
- কাঙ্গাল হরিনাথ মজুমদার, লেখক: সোহেল আমিন বাবু। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও এবং অন্যান্য জীবনী প্রবন্ধ
- রবীন্দ্রনাথ কবিতা থেকে নাটিকা, লেখক: আ শ ম বাবর আলী। নাটক
- মেঘের হাতি, অলংকরণ: বিপ্লব চক্রবর্তী। বই অলংকরণ
- দেওয়া হয়নি, লেখক: । স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি
১৪২১ বঙ্গাব্দসম্পাদনা
২০১৪ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৫ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২১ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- রোমেন রায়হান
- ইমতিয়ার শামীম
- তপন বাগচী
- মনসুর আজিজ
- মোমিন উদ্দীন খালেদ
১৪২২ বঙ্গাব্দসম্পাদনা
২০১৫ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৬ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২২ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- ইমদাদুল হক মিলন
- মাহফুজুর রহমান
- পলাশ মাহবুব
- রীতা ভৌমিক
- আলী আসগর
- হাসান খুরশীদ রুমী
- আশিক মুস্তাফা
- সব্যসাচী মিস্ত্রী
১৪২৩ বঙ্গাব্দসম্পাদনা
২০১৬ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৭ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৩ বঙ্গাব্দের জন্য ৬টি শাখায় মোট ৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; অনুবাদ-ভ্রমণকাহিনি এবং নাটক শাখায় কোনো বই জমা না-পড়ায় এই শাখায় কাউকে পুরস্কারের জন্য মনোনীত করা যায়নি।[৫][৬]
- আবুল মোমেন
- মশিউর রহমান
- মোশতাক আহমেদ
- মারুফুল ইসলাম
- আহমাদ উল্লাহ
- শ্যামলী নাসরিন চৌধুরী
- মিজানুর রহমান কল্লোল
- জামিল বিন সিদ্দিক
- উত্তম সেন
১৪২৪ বঙ্গাব্দসম্পাদনা
২০১৭ সালের ১৪ এপ্রিল তারিখ হতে ২০১৮ সালের ১৩ এপ্রিল তারিখের মধ্যবর্তী ১৪২৪ বঙ্গাব্দের জন্য ৭টি শাখায় মোট ১০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়; কবিতা-ছড়া-গান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ এবং নাটক - এই প্রতিটি শাখা থেকে ২ জন করে যৌথভাবে পুরস্কারের জন্য মনোনীত হন।[৭]
শাখা | বই | প্রাপক |
---|---|---|
কবিতা-ছড়া-গান | দুরন্ত কিশোরের উড়ন্ত মন | আহমেদ সাব্বির |
কবিতা-ছড়া-গান | আমার পড়া পাতায় ভরা | সোহেল মল্লিক |
গল্প-উপন্যাস-রূপকথা | ঘিয়ের পিদিম | নিলয় নন্দী |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | মনি হায়দার |
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য জীবনী প্রবন্ধ | গল্পে গল্পে বাংলাদেশ | শিবুকান্তি দাশ |
স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি | পৃথিবীর বাইরে | মিন্টু হোসেন |
অনুবাদ-ভ্রমণকাহিনি | লুইস ক্যারল অ্যালিসের অ্যাডভেঞ্চার | সামিন ইয়াসার |
নাটক | আকাশ আর মৃত্তিকার গল্প | মোস্তফা হোসেইন |
নাটক | বিষ্টি বন্ধু | মোহাম্মদ মারুফুল |
বই অলংকরণ | এক সকালে টম | মামুন হোসাইন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ রেজিনা আক্তার (২০১২)। "বাংলাদেশ শিশু একাডেমী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার প্রদান"। NTV Online। ২০১৮-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১১।
- ↑ "৬ বছর পর শিশু একাডেমী সাহিত্য পুরস্কার প্রদান"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৩৯ সাহিত্যিক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "অগ্রণী ব্যাংক-শিশু একডেমী শিশুসাহিত্য পুরস্কার | Bangladesh Shishu Academy" (ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন ৩৯ শিশু সাহিত্যিক"। দৈনিক সমকাল। ১০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।
- ↑ "অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা"। দৈনিক সমকাল। ১৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২১।