সলঙ্গা ইউনিয়ন

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার একটি ইউনিয়ন

সলঙ্গা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩৪.২৫ বর্গকিমি (১৩.২২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪৪,৮২১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১৬টি।[৩] জনসংখ্যার শতকরা ৯৫% মুসলমান, ৪% এবং১% অন্যান্য ধর্মাম্বধী । শতকরা ৮০% ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল। এখানেধান, পাট, আলু, শরিষাসহ বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়। এখানে ৫টি উচ্চ বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টিমাদরাসা, ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ধরণেরশিক্ষা প্রতিষ্ঠান আছে। ১৫ কিলোমিটার পাকা রাস্তা, ৪০ কিলোমিটার কাঁচা রাস্তাআছে। ঢাকা-রাজশাহী বিশ্ব রোর্ড যোগাযোগ আছে যা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বয়ে গেছে। এছাড়া ছোট বড় বেশ কয়েকটি ব্রীজ ওকালভার্ট আছে। মাঝামাঝি ১টি নদী আছে।

সলঙ্গা
ইউনিয়ন
সলঙ্গা ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচৌহালী উপজেলা
উপজেলাউল্লাপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৪.২৫ বর্গকিমি (১৩.২২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৪,৮২১
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

গ্রামসমূহ সম্পাদনা

  1. শরীফ সলংগা
  2. কিশামত সলংগা
  3. ফেউকান্দী
  4. বনবাড়ীয়া
  5. নাইমুড়ী
  6. বড়গোজা
  7. ছোট গোজা
  8. চরগোজা
  9. পুরানবেড়া
  10. আংগারু
  11. রানীনগর
  12. শহরিয়ারপুর
  13. চকচৌবিলা উত্তর পাড়া
  14. চকপাড়া চৌবিলা
  15. চৌবিলা উত্তর পাড়া
  16. নতুন পাড়া সলংগা
  17. বওলাতলা
  18. কুঠিপাড়া
  19. পুস্তিগাছা
  20. রুয়াপাড়া
  21. দিয়ারপাড়া গোজা
  22. ভরমোহনী
  23. চরবেড়া
  24. সাতটিকরী
  25. জগজীবনপুর
  26. তেলকুপি
  27. সিংগা
  28. চকচৌবিলা দক্ষিণ পাড়া
  29. কাচারীপাড়া চৌবিলা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

গ্রামের নাম জনসংখ্যা গ্রামেরনাম জনসংখ্যা
শরীফ সলংগা ৯৯২ জন নতুন পাড়া সলংগা ৭৮৭ জন
কিশামত সলংগা ৬০১ জন বওলাতলা ৬১৯ জন
ফেউকান্দী ১৯৬ জন কুঠিপাড়া ৫৪২ জন
বনবাড়ীয়া ৩৬৯৪ জন পুস্তিগাছা ৬৭৮ জন
নাইমুড়ী ৩৮৯৮ জন রুয়াপাড়া ১২৮১ জন
বড়গোজা ৮৬০জন দিয়ারপাড়া গোজা ৬০০ জন
ছোট গোজা ২৫০ জন ভরমোহনী ৮০০ জন
চরগোজা ২০৭ জন চরবেড়া ৯৪৮ জন
পুরানবেড়া ৬৯০ জন সাতটিকরী ১২৪৯জন
আংগারু ৩৪৮৫ জন জগজীবনপুর ১৬৯৯ জন
রানীনগর ৯৭১ জন তেলকুপি ২০১৯ জন
শহরিয়ারপুর ১৬৭৩ জন সিংগা ৫৯২ জন
চকচৌবিলা উত্তর পাড়া ২২৫১ চকচৌবিলা দক্ষিণ পাড়া ১৬৮০ জন
চকপাড়া চৌবিলা ৭৯৬ জন কাচারীপাড়া চৌবিলা ২১৯১ জন
দর্শনীয় স্থান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সলংগা ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা