সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ

বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়

সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৪০ সালে।[১]

সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ
অবস্থান
তেঘরিয়া,

,
গাইবান্ধা–৩০০০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৪০; ৮৪ বছর আগে (1940-01-01)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট
বিদ্যালয় জেলাসুনামগঞ্জ জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১৩০০২৬
ইআইআইএন১৩০০২৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকহাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী৩২
শ্রেণী৬ষ্ঠ–১০ম
লিঙ্গবালিকা
ভাষাবাংলা
শিক্ষায়তন১.৮৫ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রংসাদা    
ওয়েবসাইটwww.gscghs.edu.bd

ইতিহাস সম্পাদনা

১৯২১ সালে সুনামগঞ্জ জেলার মেয়েদের শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যে লোয়ার প্রাইমারি (এল. পি.) প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তীতে, ১৯৩০ সালে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়ে টাউন গার্লস মিডল ইংলিশ স্কুল নাম ধারণ করে। ১৯৪০ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পাশাপাশি নাম পরিবর্তিত হয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় হয়। ১৯৬৮ সালে জাতীয়করণ করা হলে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় রাখা হয়।[১]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েদের অধ্যয়নের সুযোগ থাকে। বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।

ইউনিফর্ম সম্পাদনা

  • সাদা কামিজ     , কামিজের উপর সাদা ক্রস বেল্ট     , কোমরে সাদা বেল্ট     , সাদা অ্যাপ্রোন      এবং সাদা কেডস্     

ফলাফল সম্পাদনা

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[২]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ২২৭ ২১৭ ৯৫.৫৯
২০২০ এসএসসি ২৪১ ২২২ ৯২.১২
২০২১ এসএসসি ২৫৬ ২৫৩ ৯৮.৮৩

ল্যাবরেটরি সম্পাদনা

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার সম্পাদনা

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পাদনা

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

এ বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।

ক্লাব কথন সম্পাদনা

  1. আইসিটি ক্লাব
  2. বিজ্ঞান ক্লাব
  3. বিতর্ক ক্লাব
  4. সংগীত ও নাট্য ক্লাব

অন্যান্য কার্যক্রম সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পরিক্রমা, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়"gscghs.edu.bd। ২০১৮-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪