সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা

ঢাকায় অবস্থিত শারীরিক শিক্ষা কলেজ

সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা বাংলাদেশের একটি শারীরিক শিক্ষা কলেজ যা বাংলাদেশি শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা সম্পর্কিত শিক্ষা প্রদান করে থাকে।

সরকারি শারীরিক শিক্ষা কলেজ
ধরনশারীরিক শিক্ষা কলেজ
স্থাপিত১৯৫৪ (1954)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৬৫
অবস্থান,
শিক্ষাঙ্গনমোহাম্মদপুর
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

১৯৫৪ সালে প্রথমে শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ জেলার গৌরীপুর রাজবাড়ীতে স্থাপিত হয়।[] ১৯৫৫ সালে কলেজটি ঢাকার আরমানিটোলায় স্থানান্তরিত হয়। এরপর এটি নারিন্দার ডারফিন হোস্টেল ও আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হয়। অবশেষে ১৯৬২ সালে ঢাকার মোহাম্মদপুরে প্রথম সরকারি শারীরিক শিক্ষা কলেজ হিসাবে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়।[]

সু্যোগ - সুবিধা

সম্পাদনা

সরকারি শারীরিক শিক্ষা কলেজ একটি পূর্ণ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ৭.৯০ একর জমির উপর অবস্থিত। কলেজের ছাত্র ও ছাত্রীদের একটি করে আবাসিক হোস্টেল বিদ্যমান। এছাড়াও স্টাফদের জন্য একটি আবাসিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি কলেজ ভবন, একটি ৪০০ মিটার রানিং ট্র্যাক, একটি সুইমিংপুল, একটি বাস্কেটবল কোর্ট এবং একটি জিমনেশিয়াম রয়েছে। সব রকমের ইনডোর-আউটডোর খেলার সরঞ্জামাদি কলেজ ক্যাম্পাসে পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বর্তমানে বিপিএড এবং এমপিএড ডিগ্রি প্রদান করে থাকে।

সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সব শিক্ষা বিষয়ক কার্যক্রম কলেজে ইংরেজিতে পরিচালিত হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হোসেন, মোঃ জাকির (২০০৬)। "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা", পৃষ্ঠা ২৬০। ঢাকা কেন্দ্রীয় গণগ্রন্থাগার, ঢাকা।
  2. কবির, মোঃ বিল্লাল (১৯৯৯)। সরকারী শারীরিক শিক্ষা কলেজের ইতিহাস, ঢাকা, পৃষ্ঠা ৮৭। সরকারী শারীরিক শিক্ষা কলেজ গ্রন্থগার, ঢাকা।