সমর বন্দ্যোপাধ্যায়
সমর বন্দ্যোপাধ্যায় (৩০শে জানুয়ারি, ১৯৩০ - ২০ আগস্ট ২০২২) প্রাক্তন ভারতীয় ফুটবলার যিনি মেলবোর্নে অনুষ্ঠিত ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনকারী ভারত জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছিলেন, এটি তার ইতিহাসের সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ সাফল্য।।[২][৩] তিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৩০ জানুয়ারি ১৯৩০ | ||
জন্ম স্থান | বালি, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত | ||
মৃত্যু | ২০ আগস্ট ২০২২[১] | (বয়স ৯২)||
মৃত্যুর স্থান | কলকাতা | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৪৮ | বালি প্রতিভা ক্লাব | ||
১৯৪৯–১৯৫২ | বেঙ্গল-নাগপুর রেলওয়ে | ||
১৯৫২–১৯৫৯ | মোহনবাগান | ||
জাতীয় দল | |||
১৯৫৪–১৯৫৬ | ভারত | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
ক্রীড়া জীবন
সম্পাদনাসমর ব্যানার্জি পশ্চিমবঙ্গের বালি শহরে জন্মগ্রহণ করেন। পিতা শশাঙ্কশেখর বন্দ্যোপাধ্যায়। ছোটবেলা থেকে পিতার অনুশাসনে পড়াশোনা যেমন করেছেন ফুটবল খেলাও শুরু করেন। এবং ১৯৪৮ সালে "বালি প্রতিভা" নামক একটি তিনি স্থানীয় দলের হয়ে তার ক্রীড়া জীবনের সূচনা করেন। কিছুদিন পরে তিনি "বেঙ্গল নাগপুর রেলওয়ে" দলে যোগদান করেন। ১৯৫২ সালে, তিনি তৎকালীন ভারতের অন্যতম শক্তিশালী ক্লাব মোহনবাগানে যুক্ত হন এবং দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন, এই দলের হয়ে তিনি ১৯৫৯ সাল পর্যন্ত খেলেছিলেন, তিনি বাংলা দলেরও প্রতিনিধিত্ব করেন, ১৯৫৩ ও ১৯৫৫ সালের সন্তষ ট্রফি জয় করেন।[৪] ফুটবল মাঠে তার পারফরম্যান্স শেষ করার পর, সমর ব্যানার্জী বেশ কয়েক বছর ধরে ফুটবল কোচ হিসেবে কাজ করেন, বাংলা দল ১৯৬১ সালে তাঁর কোচিংয়ে সন্তোষ ট্রফি জয় করে। এবং পরে ফুটবল নির্বাচক হিসেবে কাজ করেন।
জাতীয় দল
সম্পাদনা১৯৫৬ সালে, সমর বন্দ্যোপাধ্যায় সেই বছরের অলিম্পিক গেমসে ভারতীয় দলের হয়ে খেলেন, যেখানে ভারতীয় দল চতুর্থ স্থান অর্জন করেছিল। সমর বন্দ্যোপাধ্যায় অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। এই টুর্নামেন্টে তার নেতৃত্বে দল সফলভাবে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়গুলি অতিক্রম করেছিল, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, কিন্তু সেমিফাইনালে যুগোস্লাভিয়া এবং ব্রোঞ্জ পদকের ম্যাচে বুলগেরিয়ার কাছে পরাজিত হয়েছিল।
সম্মাননা
সম্পাদনাভারত
মোহনবাগান
- ডুরান্ড কাপ: ১৯৫৩[৬]
- কলকাতা ফুটবল লিগ: ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৯
- আইএফএ শীল্ড: ১৯৫২, ১৯৫৪, ১৯৫৬
- রোভার্স কাপ: ১৯৫৫
ব্যক্তিগত
- মোহনবাগান রত্ন: ২০০৯[৭]
মৃত্যু
সম্পাদনাসমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী তপতী বসুকে (আসল নাম প্রতিমা বসু) বিবাহ করেছিলেন। তিনি আগেই ২০১২ সালের ২২ মে পরলোক গমন করেন। [৮] সমর বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হওয়ার কারণে ২০২২ সালের ২৭ জুলাই তাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি প্রায় ২৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে, ২০ আগস্ট ২০২২ তারিখে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Badru Banerjee Death: থেমে গেল ২৪ দিনের লড়াই, প্রয়াত ফুটবল মাঠের কিংবদন্তি বদ্রু"। আনন্দবাজার পত্রিকা। ২০ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০।
- ↑ Official website of Shibpur International ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ অক্টোবর ২০১৮ তারিখে, Life of Samar Banerjee
- ↑ "ময়দানকে কাঁদিয়ে চলে গেলেন 'বদ্রু', ৯২ বছরে লড়াই থামল ফুটবলার ও অলিম্পিয়ানের"। দ্য ওয়াল। ২০ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "Asian Quadrangular Tournament 1954 (Calcutta, India)"। RSSSF। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "Mohun Bagan's Historic Maiden Durand Win in 1953"। Mohun Bagan AC। ২৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "India's star Olympic football captain Samar 'Badru' Banerjee dies"। timesofindia.indiatimes.com। Kolkata, West Bengal: The Times of India। Press Trust of India। ২০ আগস্ট ২০২২। ২০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১৪৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬