সন্তোষপুর ইউনিয়ন, নাগেশ্বরী

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন

৬নং সন্তোষপুর ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]

সন্তোষপুর ইউনিয়ন
ইউনিয়ন
৬নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৬৪ (1964)
আয়তন
 • মোট৭৪.৫৩ বর্গকিমি (২৮.৭৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৮,১০৩
 • জনঘনত্ব৫১০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

সন্তোষপুরে ১৪৭৪ খ্রিস্টাব্দে শাহ ইসমাইল গাজীর সাথে কামরুপের রাজা কামেশ্বরের যুদ্ধ হয়েছিল । এই জন্য এ স্থানটি জনগনের কাছে সমাদৃত । সন্তোষপুর ইউনিয়নের ইতিহাসঃ- ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সালে প্রথম ১৫টি গ্রাম ও ৩টি ওর্য়াড নিয়ে সন্তোষপুর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে পঞ্চায়েত বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম পঞ্চায়েতের পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান কিছু প্রতিনিধি জুরি বোর্ড পঞ্চায়েত এর পদবী কে চেয়ারম্যান করা হয়।[২]

অবস্থান সম্পাদনা

পূর্বে- নাগেশ্বরী পৌরসভা, পশ্চিমে-কাশিপুর ইউপি, উত্তরে রায়গঞ্জ ইউপি, দক্ষিণে- নেওয়াশী ইউপি।[২]


সাধারণ তথ্য সম্পাদনা

  • মৌজা-৫টি এবং গ্রাম-১১টি।
  • হাট বাজার -৭টি। যথা-গোপালপুর বোর্ডের হাট, স্কুলের হাট, গাগলা বাজার, ছিলাখানা হাট, উত্তর ব্যাপারী হাট, আমতলা বাজার ও তালেপের হাট।
  • ঈদগাহ-৬টি, যথা- গাগলা হাইস্কুল ঈদগামাঠ, ফারাজি টারি ঈদ্গামাঠ, সন্তোষপুর স্কুল ঈদ্গা মাঠ, আলেপের তেপদি ঈদ্গা মাঠ, চিলাবারি ঘাট ঈদ্গামাঠ, নিমকুসার পাড় ঈদ্গামাঠ।
  • ক্রীড়া সংগঠন-১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি।

যথাঃ

  • গাগলা সুরের মায়া সংগিত নিকেতন ও নাঠ্যগুষ্টি।

[২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা হতে ৬ কিলোমিটার উত্তর-পশ্চিম কোণে এটি অবস্থিত ।রাস্তার বাম পাশে দাড়িয়ে আছে সুন্দর একটি ভবন । সেই সুন্দর ভবনটি সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় । সম্পূর্ণ পাকা রাস্তা, যাতাযাতের জন্য ব্যবহার হয় সাইকেল, বাইক, রিক্সা, অটোরিক্সা ইত্যাদি।[২]

দর্শনীয় সম্পাদনা

  • গাগলা বাজার
  • নাওডাংগা ও ধরকা বিল।
  • ছোট ধোনি ও বড় ধোনি
  • পাতারি মসজিদ
  • হারাগিলারপাড় মাদ্রাসা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপজেলা, নাগেশ্বরী (২৭-৭-২০২১)। "নাগেশ্বরী উপজেলা"নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, সন্তোষপুর (২৭-৭-২০২১)। "সন্তোষপুর ইউনিয়ন"সন্তোষপুর ইউনিয়ন। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)