সন্তোষপুর ইউনিয়ন, চিতলমারী
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার একটি ইউনিয়ন
সন্তোষপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২] এটি ২৩.৩১ কিমি২ (৯.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২১,৭৩৬ জন।
সন্তোষপুর | |
---|---|
ইউনিয়ন | |
সন্তোষপুর ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | চিতলমারী উপজেলা |
আয়তন | |
• মোট | ২৩.৩১ বর্গকিমি (৯.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৭৩৬ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | shantoshpurup |
গ্রামসমূহের নাম
সম্পাদনা- কাটিপাড়া
- আদিখালী
- সমেত্মাষপুর
- সাড়েচারআনী
- নাছিরপুর
- লড়ারকুল
- বাবুয়ানা
- দরি উমাজুড়ী
- গরীবপুর
- পিপড়ারডাঙ্গা
- কীর্ত্তনখালী
- উমাজুড়ী
- বটতলা
- বাঁশবাড়িয়া
- কচুড়িয়া
- চরকচুড়িয়া।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সন্তোষপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।